Bangladesh News Live: বিদ্বেষের বিষ! চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে হেনস্থার অভিযোগ
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভে...
পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মাণ দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন’ বা সংক্ষেপে স্পাডেক্স। সোমবার তার চূড়ান্ত পর্ব শুরু হল। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কক্ষপথে বুলেটের চেয়ে ১০ গুণ গতিতে ঘুরে চলা দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করা যেমন কঠিন, তেমনই চ্যালেঞ্জিং। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে রয়েছে এই প্রযুক্তি। ৩০ ডিসেম্বরের মিশনে সফল হলে চতুর্থ দেশ হিসাবে এই ক্লাবে যোগ দেবে ভারত।
১১ জানুয়ারি যুবভারতীতে ISL ডার্বি ঘিরে অনিশ্চয়তা। 'গঙ্গাসাগর মেলার জন্য ডার্বিতে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়'
জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই আয়োজক মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের।
আগামীকাল, মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা। ৩৩ বার সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের লক্ষ্যে সংঘবদ্ধ বাংলার প্রত্যেক ফুটবলার। কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দল ফাইনালের আগের দিন, সোমবার কঠোর অনুশীলন সারলেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বাংলা শিবির।
আর জি কর কাণ্ডে প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ। আর তারপরই
মন্ত্রী থেকে তৃণমূল কাউন্সিলরের আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েও পরে বদলে গেল শিল্পীর মুখ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও এ অভিযোগ মানতে নারাজ তৃণমূলের কাউন্সিলর থেকে মন্ত্রী।
চাপের মুখে মামলা প্রত্যাহার। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে ইউনূস সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে সুন্দরবনের ওই মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। তাদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।
ন্যাশনাল মেডিক্যাল কলেজে ডিউটি, তাও কীভাবে আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে? আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে প্রসূনকে দেখতে পাওয়ার অভিযোগ। ক্রাইম সিনের ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে।
আর জি কর-কাণ্ডে ন্যাশনাল মেডিক্যালের ডেটা এন্ট্রি অপারেটরকে ক্লিনচিট। প্রসূন চট্টোপাধ্যায়কে তদন্ত কমিটির ক্লিনচিট। তদন্ত কমিটির ক্লিনচিট, প্রসূনকে কাজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ স্বাস্থ্য ভবনের। প্রসূনের পারফরম্যান্সের ওপরে নজর রাখতে বলেই দায় সারল স্বাস্থ্য ভবন ।
অশান্ত বাংলাদেশ, এপারে অব্যাহত অনুপ্রবেশ। ত্রিপুরায় ফের গ্রেফতার বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ গ্রেফতার ভারতীয় দালাল। ত্রিপুরার কৈলাশহর থানা এলাকায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ ২। প্রথমে ত্রিপুরার সমরুরপাড় সীমান্তে ২ জনকে আটক করে বিএসএফ। পরে ২ জনকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
ফের অসম STF-এর জালে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি। কোকড়াঝাড় থেকে গাজি রহমানকে গ্রেফতার করা হয়। অসম পুলিশের দাবি, পরিচয় লুকোনোর চেষ্টা করেছিল ওই জঙ্গি। আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা IED ব্যবহারের প্রশিক্ষণ কোথা থেকে পেয়েছিল? অস্ত্র প্রশিক্ষণ নিতে পাকিস্তান বা বাংলাদেশে গিয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।
লুকোচুরি শেষ। বাঁকুড়ার গোসাইডিঁহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনত। আনা হল আলিপুর জু হাসপাতালে।
সিনিয়র পর্যায়ে ফাইনালে স্বপ্নভঙ্গ হল বাংলার। রাজকোটে সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে মধ্য প্রদেশের কাছে ৭ উইকেটের বিরাট ব্যবধানে হার মানতে হল সাইকা ইশাকদের।
বাংলাদেশে সম্প্রীতির সমাবেশেও বিদ্বেষের বিষ! চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে হেনস্থার অভিযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধুদের অপদস্থ করার অভিযোগ। আমন্ত্রণ জানিয়েও সম্প্রীতি সমাবেশে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কড়া বিবৃতি দিয়ে নিন্দা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের।
'দুঃসময়ে পাশে থাকার জন্য, ধন্যবাদ', ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোনোর পথে বললেন পার্থ চট্টোপাধ্যায়। আইনের উপর আস্থা আছে, জামিনের পর মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। বিচারব্যবস্থার উপর ভরসা আছে, মন্তব্য কুন্তল ঘোষের।
'কালীঘাটের কাকু'র বেসরকারি হাসপাতালে ভর্তির আবেদনে সাড়া আদালতের। কলকাতা পুলিশকে যাবতীয় সুরক্ষার নির্দেশ বিচারকের। 'চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সব কিছু তো আমার নিয়ন্ত্রণে নেই', প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন না হওয়ায় মন্তব্য বিচারকের। আমিও অসুস্থ, তাও হাজিরা, কোর্টের তো অবমাননা করতে পারিনা: তাপস মণ্ডল।
বক্সিং ডে টেস্টে ভারতকে (India vs Australia) হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের শেষ দিন ফলাফল ছাপিয়েও উঠে আসছে একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল চর্চা। ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর কট বিহাইন্ড আউট নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। স্নিকোমিটারে কোনও নির্দিষ্ট সূত্র না মেলার পরেও তৃতীয় আম্পায়ার জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। তারপর থেকেই জোর চর্চা তৃতীয় আম্পায়ারকে নিয়ে। কে ছিলেন মেলবোর্ন টেস্টের টিভি আম্পায়ার? শরফুদ্দৌলা সৈকত (Sharfuddoula Saikat)। ঘটনাচক্রে যিনি বাংলাদেশের। আর তা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ধিক্কারের মুখে শরফুদ্দৌলা। বলাবলি হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে যশস্বীকে ভুল আউট দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার। ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলেই মনে করছেন অনেকে।
ইডির বিশেষ আদালতে আনার পথে 'অসুস্থ' কাকু, ভর্তি SSKM-এ। কী হয়েছে কালীঘাটের কাকুর, মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠাল আদালত। ২ জানুয়ারি শুনানি, মেডিক্যাল রিপোর্ট জমা পড়ার পর চার্জগঠন নিয়ে সিদ্ধান্ত। SSKM-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র। CT স্ক্যানে ধরা পড়ল না গুরুতর কিছু, হতে পারে MRI: সূত্র
অন্ডাল বিমানবন্দরের কাছে রাশি রাশি নোটের বান্ডিল! অন্ডাল বিমানবন্দরের কাছে ২০ লক্ষ টাকা নোটের হদিশ! দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে সন্দেহ, নোটের বান্ডিল-সহ গ্রেফতার ৪। দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন-সহ চুরির সামগ্রীর হদিশ।
রাজ্যে চলছে ভোট জিহাদ, আক্রমণে শুভেন্দু অধিকারী। 'কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিংয়ে জঙ্গি ধরছে। আমরা আতঙ্কিত, DGP-ও BSF-এর দিকে আঙুল তুলছেন,' এটাই তৃণমূলের আসল স্বরূপ, আক্রমণে শুভেন্দু অধিকারী।
কোর্টে হাজিরার আগেই 'অজ্ঞান' 'কালীঘাটের কাকু'! 'অজ্ঞান' সুজয়কৃষ্ণ, নিয়োগ দুর্নীতিতে চার্জগঠনই হল না! ইডির বিশেষ আদালতে আনার পথে 'অসুস্থ' কাকু, ভর্তি SSKM-এ। কী হয়েছে কালীঘাটের কাকুর, মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠাল আদালত।
প্রেক্ষাপট
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে
১। অসম থেকে ফের গ্রেফতার জঙ্গি। কোকড়াঝাড় থেকে জালে আনসারুল্লা বাংলা টিমের সদস্য গাজি রহমান। অপারেশন প্রঘাতে এই নিয়ে গ্রেফতার ১২ জন জঙ্গি।
২। ধৃত পাসপোর্ট জালিয়াতির কিংপিনকে নিয়ে নতুন তথ্য। আগেও জাল নথি মামলায় গয়েশপুর খানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মনোজ। পরে জামিনে ছাড়া পেলেও, ছিল না নজরদারি।
৩। সন্দেশখালিকাণ্ডের ১ বছর পর শেখ শাহজাহানের এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু। সভা শুরুর আগেই এলাকায় তুমুল ভিড়।
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী
৪। ইডির ওপর হামলা থেকে শেখ শাহজাহানের গ্রেফতারি, মহিলাদের আন্দোলন।প্রায় ১ বছর পর সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। আসার আগেই তৃণমূলে আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টারের। আন্দোলনের মুখ তৃণমূলে!
৫। রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব। হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন গণ্ডগোল, মারপিট।
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া। ১ জন আটক। এলাকায় আতঙ্ক। হরিদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব
৬। চার্জগঠনের আগেই অসুস্থ সুজয়কৃষ্ণ, জানালেন আইনজীবী, ভর্তি এসএসকেএমে। আদালতে কালীঘাটের কাকু না থাকায় চার্জগঠন হল না। চাওয়া হল মেডিক্যাল রিপোর্ট। দোসরা জানুয়ারি পরের শুনানি। 'অসুস্থ' সুজয়কৃষ্ণ, হল না চার্জগঠন
৭। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হল বিজেপি। ভোটে ব্যাপক ছাপ্পা, রিগিং ও সন্ত্রাসের অভিযোগ ৫১ জন বিজেপি সমর্থিত প্রার্থীর। ফুটেজ-নথি সংরক্ষণের নির্দেশ আদালতের। ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে
৮। লুকোচুরি শেষ। অবশেষে বন্দি বাঘিনী। বাঁকুড়ার গোসাই ডিঁহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনত। রাতেই আনা হল আলিপুর জু হাসপাতালে। বাগে এল বাঘিনী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -