ট্রেনের যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, গত ৪ বছরে গ্রেফতার ৭৩,০০০ বৃহন্নলা

রোজ গড়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই জানিয়েছে রেলমন্ত্রক।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Apr 2019 05:21 PM


প্রেক্ষাপট

নয়াদিল্লি: গত চার বছরে রেলের যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় এবং হুজ্জুতির অভিযোগে ৭৩,০০০ বৃহন্নলাকে গ্রেফতার করা হয়েছে। রোজ গড়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে এমনই জানিয়েছে রেলমন্ত্রক।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের উপর বৃহন্নলাদের অত্যাচারের অভিযোগ নতুন নয়। ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা নেয় বৃহন্নলারা। টাকা না দিলে গালিগালাজ তো করেই, এমনকী মারধরও করে বলে প্রায়ই অভিযোগ করেন যাত্রীরা। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছেন আরপিএফ জওয়ানরা। ২০১৫ সাল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ৭৩,৮৭৩ জন বৃহন্নলাকে গ্রেফতার করা হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.