খুব বেশিদিন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, পরিস্থিতি উন্নতি হলে ফিরবে রাজ্যের মর্যাদা : মোদি

গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু ও কাশ্মীরকে প্রদত্ত বিশেষ মর্যাদা রদ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিলও ওই দিন সংসদে পাস হয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Aug 2019 09:13 PM
মোদি বলেন, ভারতীয় সেনারা পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে। সংঘর্ষে প্রাণ গেছে অনেক ভারতীয় সেনার। তাঁদের সম্মানিত করেছে ভারত। যাঁরা সংঘর্ষে মারা গেছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারত। তাঁদের পরিবারের একজনকে চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
মোদি আরও বলেন, ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করছে কিছু মুষ্ঠিমেয় লোক। সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতবাদীদের মদত দিচ্ছেন কিছু মানুষ। তাঁদের বিরোধিতা করছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারাই। ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে জম্মু-কাশ্মীরের। যাঁরা জম্মু-কাশ্মীরের বাইরে থাকেন, কিন্তু তাঁরা ফিরে ঈদ পালন করতে চান। তাঁদের সাহায্য করা হবে। যাঁরা ঘরে ফিরতে চান, তাঁদের ফেরানোর দায়িত্ব আমার।
প্রধানমন্ত্রী বলেন, ৩৭০ ধারা বিলোপের পক্ষে ও বিপক্ষে মত রয়েছে অনেকের। বিপক্ষের মতকে সম্মান দেওয়া হবে। কিন্তু জম্মু-কাশ্মীরের উন্নতির জন্য সাহায্য করুক বিরোধীরা. একজোট হয়ে জম্মু-কাশ্মীরের উন্নতিতে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরে নতুন স্পোর্টস অ্যাকাডেমি, নতুন স্পোর্টস সেন্টার তৈরি হবে। ক্রীড়াক্ষেত্রে বিকাশ হবে জম্মু-কাশ্মীর। তিনি যোগ করেন, ফুড প্রসেসিং সেক্টরে উৎসাহীদের এগিয়ে আসতে হবে। জম্মু-কাশ্মীর, লাদাখ, কারগিলের উন্নতি করতে হবে। লাদাখে পর্যটন শিল্পে উন্নতি করা হবে।
মোদি বলেন, আমি দেশবাসীর সাহায্য চাই জম্মু-কাশ্মীরকে এগিয়ে নিয়ে যেতে। একটা সময় ছিল জম্মু-কাশ্মীরে সিনেমার শ্যুটিং হত। কিন্তু অনেকদিন সিনেমার শ্যুটিং বন্ধ ছিল। এবার হিন্দু, তেলুগু সিনেমা নির্মাতারা এগিয়ে আসবেন শ্যুটিং করার জন্য। যত প্রযুক্তির বিকাশ হবে তত উন্নতি হবে।
প্রধানমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছতে পঞ্চায়েতের প্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য। ওঁরা যদি কাজ করার সুবিধা পাবেন, তাহলে অনেক উন্নতি হবে জম্মু-কাশ্মীরের। খুব বেশিদিন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না। জম্মু-কাশ্মীর, লাদাখকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসুন যুবক-যুবতীরা।
মোদি বলেন, জনহিতকর কাজে জোর দেওয়া হবে। আগামীতে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে। আপনারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। যেরকম সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেরকম অন্য নির্বাচনও সুষ্ঠুভাবে হবে। জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র মজবুত। কয়েক দশক ধরে বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচন। এই নির্বাচনগুলিতে ভোট দিতে পারতেন না মানুষরা। সব রাজ্যের মানুষ ভোটাধিকার ও নির্বাচনে লড়াই করতে পারেন। এর সঙ্গেই মোদি বলেন, কিন্তু জম্মু-কাশ্মীরের মানুষেরা ভোট দিতে পারতেন না। এবার আপনারাই আপনাদের নেতা নির্বাচিত করতে পারবেন। জম্মু-কাশ্মীরের মানুষ এবার নিজেরা নিজেদের মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে পারবেন।
মোদি বলেন, ৩৭০, ৩৫এ ধারা বিলোপের পর পড়ুয়ারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। অনেক ভেবেচিন্তেই জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। আগে যে সুবিধাগুলি পেতেন না, সেই সুবিধার লাভ ভোগ করবেন মানুষরা। সেচ, বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাবেন, দুর্নীতিমুক্ত হবে জম্মু-কাশ্মীর।
প্রধানমন্ত্রী বলেন, দলিতের ওপর অত্যাচার বন্ধে আইন আছে, কিন্তু জম্মু-কাশ্মীরের বাসিন্দারা বঞ্চিত। সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, ৩৭০, ৩৫এ ধারা বিলোপের পর মানুষের প্রভূত উন্নতি হবে। জম্মু-কাশ্মীরের সরকারি কর্মীরা সুবিধা পাবেন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মত তাঁরাও এবার একই সুবিধা পাবেন। জম্মু-কাশ্মীরের পুলিশও একই সুবিধা পাবেন। জম্মু-কাশ্মীর ও লাদাখে সরকারি শূন্যপদ পূরণ করা হবে। চাকরি পাবেন স্থানীয় মানুষরাই।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার আইন বানিয়েছিল, সেটা কার্যকর হয়নি। কিন্তু সেই আইন জম্মু-কাশ্মীরে লাগু হয়নি। আগের সরকার এই কথা একবারও ভাবেনি। জম্মু-কাশ্মীরের মহিলারা সুবিধাগুলি পায়নি।
মোদি বলেন, জম্মু-কাশ্মীর, লাদাখের উন্নতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ৩৭০ ধারা বিলোপের ফলে জম্মু-কাশ্মীর, লাদাখের মানুষের উন্নতি হবে। আইন তৈরির সময় সংসদে হট্টগোল হয়, সংসদের কাজ ব্যহত হয়।
প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। ৩ দশক ধরে জম্মু-কাশ্মীরের মানুষকে ব্যবহার করেছে পাকিস্তান। ৪২০০০ মানুষের মৃত্যু হয়েছে।
মোদি বলেন, অনেকে ভেবেছিলেন কোনওদিন কিছুই পরিবর্তন হবে না। ৩৭০ ও ৩৫এ ধারার জন্য জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ বেড়েছে। বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়েছে।
লাদাখের ভাই-বোনেরা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত ছিল। এবার তাঁরা বঞ্চনা থেকে মুক্তি পাবেন। এবার তাঁদের স্বপ্ন পূরণ হবে। সর্দার বল্লভভাই পটেলের স্বপ্ন পূরণ হবে। জম্মু-কাশ্মীর, লাদাখের মানুষকে অভিনন্দন। বললেন নরেন্দ্র মোদি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এ কথা জানিয়েছে।
তাঁর ভাষণে প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ ও রাজ্যকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিতে পারেন বলে সূত্রের খবর।
গত ২৭ মার্চ লোকসভার ভোট চলাকালে শেষবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই ভাষণে তিনি ঘোষণা করেছিলেন যে, একটি সক্রিয় উপগ্রহ ধ্বংস করে ভারত উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করেছে।
গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু ও কাশ্মীরকে প্রদত্ত বিশেষ মর্যাদা রদ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিলও ওই দিন সংসদে পাস হয়।
কেন্দ্র সরকারের এই বড়সড় সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে প্রথামাফিক ভাষণের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আজকের ভাষণে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.