Live Updates: পাঁচিল টপকে চিদমম্বরমের বাড়িতে সিবিআই আধিকারিকরা, পৌঁছল ইডি-ও

শেষ পর্যন্ত বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি এম শান্তনাগাওদার, বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ জানায়, আজ পিটিশনটি তালিকাভুক্ত করা যাচ্ছে না। আর সেটি তালিকাভুক্ত না হলে শুনানিও সম্ভব নয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Aug 2019 09:34 PM
চিদম্বরমের বাড়ি ঘিরে রেখেছে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ধস্তাধস্তি
চিদম্বরমের বাড়ির সামনে কংগ্রেস কর্মীদের ভিড়
বাড়িতে ঢুকে চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা
বাড়িতে ঢুকে চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা
যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন চিদম্বরম
চিদম্বরমের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশও
চিদম্বরমের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশও
সিবিআইয়ের পর চিদম্বরমের বাড়িতে ইডি আধিকারিকরা
সিবিআইয়ের পর চিদম্বরমের বাড়িতে ইডি আধিকারিকরা
সিবিআইয়ের পর চিদম্বরমের বাড়িতে ইডি আধিকারিকরা
সিবিআইয়ের পর চিদম্বরমের বাড়িতে ইডি আধিকারিকরা
সিবিআইয়ের পর চিদম্বরমের বাড়িতে ইডি আধিকারিকরা
দেওয়াল টপকে চিদম্বরমের বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকরা
চিদম্বরমের বাড়িতে পৌঁছল সিবিআইয়ের দল
সাংবাদিক বৈঠকে চিদম্বরম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় অনেককিছু হয়েছে। তার ফলে অনেকে উদ্বিগ্ন ও বিভ্রান্ত হয়েছেন। আইএনএক্স মিডিয়া মামলায় আমার বা পরিবারের অন্য কারও বিরুদ্ধে অভিযোগ নেই। ইডি বা সিবিআই কোনও আদালতে চার্জশিট জমা দেয়নি। আমার বিরুদ্ধে আইনের হাত থেকে লুকিয়ে থাকার অভিযোগ ওঠায় হতবাক হয়ে গিয়েছি। আমি আইনের সুরক্ষা চাইছিলাম। আমার আইনজীবীরা জানিয়েছেন, শুক্রবার এই মামলার শুনানি হবে। আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিচ্ছি। তদন্তকারী সংস্থা আইনের অপব্যবহার করলেও, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, গণতন্ত্রের ভিত্তি হল স্বাধীনতা। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাকে যদি জীবন ও স্বাধীনতার মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি স্বাধীনতাই বেছে নেব।’
চিদম্বরমের বাড়িতে যাচ্ছে সিবিআইয়ের দল
বাড়িতে ঢুকলেন চিদম্বরম
সিবিআই-ইডির কাছে উধাও চিদম্বরম হঠাৎ প্রকাশ্যে। ২৭ ঘণ্টা পরে কংগ্রেস দফতরেই সাংবাদিক বৈঠক। এফআইআরে নাম নেই, তাও ফাঁসানোর চেষ্টার অভিযোগ
বুধবার দিনভর বেপাত্তা ছিলেন তিনি। বিকালে সুপ্রিম কোর্টও জরুরি ভিত্তিতে শুনানির জন্য তাঁর পিটিশন তালিকাভুক্ত করতে সম্মত না হয়ে শুক্রবার শুনানি করবে বলে জানিয়ে দেওয়ার পর প্রবল চাপে পড়লেন পি চিদম্বরম। সন্ধ্যায় সিবিআই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হওয়ার কথা জানাল যাতে তিনি কোনওভাবেই দেশ ছেড়ে চলে যেতে না পারেন। ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের এই শীর্ষ নেতা যাতে বিমান ধরে দেশের বাইরে চলে যেতে না পারেন, সেজন্য সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও আইএনএক্স মিডিয়া অবৈধ অর্থ লেনদেন মামলায় তাঁর বিরুদ্ধে একটি নতুন লুকআউট সার্কুলার জারি করেছে।
সুপ্রিম কোর্টে বহু চেষ্টা করেও সুরাহা হল না। পি চিদম্বরম গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালত থেকে সুরক্ষা পেলেন না। গতকাল দিল্লি হাইকোর্টে আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে চিদম্বরমের পেশ করা পিটিশনের আগামী শুক্রবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বুধবার দিনভর তাঁর আইনজীবীরা জরুরি ভিত্তিতে আজই শুনানির জন্য লাগাতার চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট সম্মতি দেয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শুক্রবার শুনানির জন্য আবেদনটি তালিকাভুক্ত করেছেন বলে চিদম্বরমের কৌঁসুলিকে জানিয়েছেন শীর্ষ আদালতের রেজিস্ট্রার (জুডিশিয়াল)।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে জড়ো হলেন পি চিদম্বরমের আইনজীবীরা। সেখানে চলছে অযোধ্যা মামলার শুনানি। সম্ভবত তাঁরা চিদম্বরমের আবেদনের শুনানি চেয়ে ফের বিষয়টি সেখানে উল্লেখ করবেন। প্রধান বিচারপতির এজলাস থেকে বেরিয়ে চিদম্বরমের কৌঁসুলি বলেছেন, তাঁরা পিটিশনটি তালিকাভুক্তির জন্য রেজিস্ট্রারের বার্তার অপেক্ষা করছেন।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পি চিদম্বরমের আর্জির জরুরি ভিত্তিতে আজ শুনানি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতারির হাত থেকে অব্যাহতি পেতে সর্বোচ্চ আদালতের সুরক্ষা চান। গতকালই দিল্লি হাইকোর্ট এই মামলায় তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করায় গ্রেফতারির খাঁড়া ঝুলছে প্রবীণ কংগ্রেস নেতার মাথার ওপর। তাঁর বাসভবনে যায় সিবিআই, ইডি। তিনি না থাকায় তারা ফিরে যায়। তাঁকে হাজিরা দিতে বলে রাতে বাসভবনে নোটিসও সেঁটে দিয়ে যায় সিবিআই। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে চিদম্বরমের আইনজীবী কপিল সিবলকে আজ সকালে পিটিশন পেশ করতে বলা হয়। আবেদনের দ্রুত শুনানি চেয়ে আজ ফের সুপ্রিম কোর্টে বিষয়টি উল্লেখ করেন চিদম্বরম। তাঁর আবেদনে কিছু পদ্ধতিগত ত্রুটি আছে বলে জানিয়ে তাঁকে ফের পিটিশন দিতে বলা হয়।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি বিভাগের লোকজনকে ডেকে জানতে চায়, চিদম্বরমের পিটিশন কী অবস্থায় রয়েছে। রেজিস্ট্রির লোকজন জানান, ত্রুটি সংশোধন করা হয়েছে, পিটিশনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি এম শান্তনাগাওদার, বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ জানায়, আজ পিটিশনটি তালিকাভুক্ত করা যাচ্ছে না। আর সেটি তালিকাভুক্ত না হলে শুনানিও সম্ভব নয়। সিবল বারবার আজই শুনানির জন্য পীড়াপীড়ি করলেও বেঞ্চ বলে, দুঃখিত, আমরা শুনানি করতে অপারগ। ফলে এই মামলায় চিদম্বরমের অস্বস্তি বহাল রইল।



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.