‘বাংলায় নামতে দেননি মমতা দিদি, আর এবার কমল নাথ দাদা’: হেলিকপ্টার বিতর্কে আক্রমণ শিবরাজের

এক জনসভায় শিবরাজ সিংহ বলেন, ‘বাংলায় মমতা দিদি আমাদের নামতে দেননি। এখন কমল নাথ দাদা এসেছেন...’। এরপরই তিনি জেলা কালেক্টরকে উদ্দেশ্য করে বলেন, ‘মন দিয়ে শুনুন, আমাদের দিন ফিরে এলে আপনার কী হবে।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Apr 2019 04:35 PM

প্রেক্ষাপট

ভোপাল: ‘আমাদের দিন ফিরে এলে আপনার কী হবে’-মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার আমরেথে হেলিকপ্টার নামতে না দেওয়ায় এভাবেই সেখানকার কালেক্টরকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বান। আমরেথে তাঁর হেলিকপ্টার নামার কথা ছিল...More