live updates: গাড়ি দুর্ঘটনায় জখম উন্নাওয়ের ধর্ষিতা, আইনজীবী 'সঙ্কটজনক', বিজেপি বিধায়ক শেনগারের বিরুদ্ধে খুনের মামলা

নির্যাতিতার পরিবার অভিযোগ তুলেছে উন্নাওয়ের বঙ্গারমৌয়ের বিজেপি বিধায়ক সেনগারের দিকে। তিনি ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদের দাবি। বর্তমান সেনগার আছেন সীতাপুরের জেলে। উন্নাওয়ে নির্যাতিতার এক আত্মীয় বলেছেন, আমাদের ভয় দেখিয়ে মামলা চালিয়ে যেতে বিরত রাখতেই বিধায়ক, তাঁর সঙ্গীসাথীরা দুর্ঘটনার ছক করেছেন। গ্রামের সকলেই জানত ওরা রায়বেরিলির জেলে যাবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Jul 2019 08:20 PM

প্রেক্ষাপট

লখনউ: উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ তুলে শোরগোল ফেলা তরুণীর গাড়ি দুর্ঘটনায় জখম হওয়ার খবরে শোরগোল। রবিবার দুপুরে গাড়ি দুর্ঘটনায় তরুণী ও তাঁর আইনজীবী জখম...More

উন্নাওয়ের ধর্ষিতার গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় খুনের মামলা দায়ের হল কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে। উন্নাওয়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে গাড়ি দুর্ঘটনার পিছনে হাত থাকার অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার এই চাঞ্চল্যকর অভিযোগ করছে।
এব্যাপারে এক পুলিশ অফিসার বলেছেন, বিজেপি বিধায়ক সহ ১০ জন ও আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন), ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই ১০জনের নামের তালিকায় আছেন সেনগার। ফলে নিঃসন্দেহে তিনি অস্বস্তিতে পড়লেন।
নির্যাতিতার কাকার অভিযোগক্রমে দায়ের হয়েছে ওই এফআইআর। কাকা একটি খুনের মামলায় রায়বেরিলির জেলে আছেন। মেয়েটির পরিবারের ওপর মামলায় বয়ান বদলাতে চাপ দেওয়ার জন্য সেনগারের অনুগামী, সমর্থকরা তাদের ফোন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বলেছেন, আমি নিশ্চিত, বিজেপি বিধায়ক ও তাঁর লোকজনের ছক মতো ওদের মেরে ফেলতেই গাড়িতে ধাক্কা মারা হয়েছে। ধর্ষিতার মা-ও দাবি করেছেন, তাঁদের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা হয়েছে, এটা নিছক দুর্ঘটনা নয়। তিনি বলেছেন, মামলার এক অভিযুক্তের ছেলে শাহি সিংহ ও গ্রামের আরেক যুবক হুমকি দিয়েছে, আমাদের দেখে নেবে!