কলকাতা: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও তাঁরা পাচ্ছেন অনেক কম।  রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে দাবি না তুলত, এটাও তাঁরা পেতেন না। 


আজ কেন্দ্রীয় প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ার আগে এক খোলা চিঠিতে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  


আজ রাজের ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসার কথা।  সেই উপলক্ষে আজ কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


তিনি জানিয়েছেন, কেন্দ্রের ওই প্রকল্পে রাজ্যের যে কৃষকরা নথিভুক্ত হয়েছেন, তাঁদের টাকা দেবার দাবি কেন্দ্রের কাছে জানিয়েছিল রাজ্য সরকার।  এর জন্য প্রয়োজনীয় সব কাজও করেছে রাজ্য সরকার। 


মুখ্যমন্ত্রী জানান, ১৮ হাজার টাকা প্রাপ্য হলেও, কৃষকরা পাচ্ছেন অনেক কম। মুখ্যমন্ত্রীর দাবি,  এটুকুও কৃষকরা পেতেন না যদি না রাজ্য সরকার তাঁদের জন্য লড়াই করত। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রতি দিয়েছেন, কৃষকদের প্রাপ্য আদায়ের জন্য সরকার তাঁদের পাশে থাকবে। 


কৃষকদের উদ্দেশে চিঠি দিয়ে বললেন, “দীর্ঘ টালবাহানা ও নানা অজুহাত দেখিয়ে দিল্লির সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা দিচ্ছিল না। আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম।” চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য লড়াই করব।


মুখ্যমন্ত্রীর এই চিঠি নিয়ে প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “এ তো সোজাসাপ্টা মিথ্যা কথা। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। এতো ব়ড় জনাদেশ পেয়েও তাঁর প্রশাসনিক অপসংস্কৃতি যে বদলাবে না জানা ছিল। সেটা প্রথম দিনই প্রমাণ হয়ে গেল।”


বাবুল আরও বলেন, “ওনার রাজনীতির কারণেই বাংলার কৃষকরা পিএম কিষান প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন। সংকটে থেকেও তাঁরা তা পাননি। আর এখন উনি দাবি করছেন, লড়াই করেছেন। উনি ওনার রাজনীতি করুন। দেরিতে হলেও বাংলার কৃষকরা যে টাকা পাচ্ছেন সেটাই বিজেপির সাফল্য।”


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা আজ পেতে চলেছেন রাজ্যের কৃষকরা।  আজই প্রথম কিস্তির ২ হাজার টাকা প্রকল্পে নথিভুক্ত বাংলার ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে।  


রাজ্যের বিধানসভা ভোটের আগে, বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। রাজ্য সরকার কৃষকদের সম্পর্কে তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি।  


প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে পিএম কিষাণ সম্মান নিধিতে অনুমোদন দেওয়া হবে। 


বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসেনি। তবে মুখ্যমন্ত্রী পদে শপথের পরই বাংলার কৃষকদের বকেয়া মেটানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এবার সেই মতো কেন্দ্রীয় প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা।