সিডনি: সিরিজ হার কার্যত নিশ্চিত। ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে নতুন লজ্জার সামনে অস্ট্রেলিয়া। টিম পেনদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩০০ রানে। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৩২২ রানে পিছিয়ে থেকে। ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলি নিজেরা ব্যাট না করে প্রতিপক্ষকে ফলো অন করালেন। ৩১ বছর পর ঘরের মাঠে টেস্টে ফলো অন করছে অস্ট্রেলিয়া।
কম আলোর জন্য শনিবার খেলা শেষ হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। রবিবারও অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের স্বস্তি দিয়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দিনের প্রথম সেশন খেলা শুরুই করা যায়নি। খেলা শুরু হয় লাঞ্চের পর। আর শুরুর ছয় বলের মধ্যে অস্ট্রেলিয় শিবিরকে ধাক্কা দেন মহম্মদ শামি। প্যাট কামিন্সকে বোল্ড করে দেন বাংলার পেসার। কিছু পরেই পিটার হ্যান্ডসকম্বকে তুলে নেন যশপ্রীত বুমরা। কুলদীপ যাদব ফেরান নাথান লায়নকে।
তবে দশম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। অস্ট্রেলিয়ার দুই পেসার ব্যাট হাতে ক্রিজে ১৪ ওভার কাটিয়ে দেন। তবে কুলদীপের বলে মিড অনে হ্যাজলউডের ক্যাচ ফেলেন হনুমা বিহারী। শেষ পর্যন্ত কুলদীপই ফেরান হ্যাজলউডকে। চায়নাম্যান স্পিনার ৯৯ রান দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নিলেন পাঁচ উইকেট।
বৃষ্টি ও কম আলোর জন্য অনেকটা সময় নষ্ট হওয়ায় জয়ের জন্য মরিয়া কোহলি অস্ট্রেলিয়াকে ফলো অন করানো নিয়ে দুবার ভাবেননি। ১৯৮৮ সালের জানুয়ারিতে এই সিডনিতেই ইংল্যান্ড ফলো অন করিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেটাই ছিল দেশের মাটিতে অস্ট্রেলিয়াক শেষবার ফলো অন করার তিক্ত অভিজ্ঞতা। ৩১ বছর পর ফের সিডনিতেই অজিদের লজ্জা উপহার দিলেন কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে ৩১ বছর আগে অবশ্য ম্যাচ ড্র করেছিল অস্ট্রেলিয়া। যদিও শামি-বুমরা-কুলদীপদের বিরুদ্ধে হারের লজ্জা এড়ানো বেশ কঠিন দেখাচ্ছে।
বৃষ্টিবিঘ্নিত দিনে কুলদীপের ঝুলিতে পাঁচ উইকেট, ৩১ বছর পর ঘরের মাঠে ফলো অন করছে অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2019 11:02 AM (IST)
todays-special (todays-special) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -