নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। তার মধ্যেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদের জড়িত থাকা এবং পাক ভূখণ্ডে ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি থাকার তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিল ভারত।


বুধবার নয়াদিল্লিতে কার্যনির্বাহী পাক হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। যেভাবে এদিন ভারতের সৈন্য ঘাঁটি লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করেছিল পাক বিমানবাহিনী, হাইকমিশনারের কাছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। পাশাপাশি পাকিস্তান এই বিষয়ে জরুরি পদক্ষেপ করুক, সেই দাবিও জানিয়েছে ভারত।

মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর হানায় পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস হওয়ার পাশাপাশি সাড়ে তিনশোরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে প্রশাসনর তরফে জানানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার দায় জইশ-ই-মহম্মদ স্বীকার করার পরই প্রত্যাঘাতের ছক কষছিল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতের বিমান-হানা তারই ফল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে তাদের ভূমিকা এবং জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেওয়ার কথা বারবার অস্বীকার করে আসছে পাকিস্তান, পাক হাইকমিশনারের কাছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পাকিস্তানে জইশ-ই-মহম্মদের ঘাঁটি এবং ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাদের থাকার তথ্যপ্রমাণাদি তুলে দেওয়া হয়েছে পাক হাইকমিশনারের হাতে। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে কোনও আক্রমণ না চালালেও পাক বিমান যেভাবে ভারতীয় সেনাঘাঁটিকে নিশানা করতে চেয়েছে, তার কড়া নিন্দাও করা হয়েছে।