কলকাতা: আগামীকাল ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। কেমন যেতে পারে আপনার কালকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 


মেষ (Aries)- দিনটি ভাল যাবে। আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পরতে পারেন। ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। ব্য়বসায় উন্নতি সুযোগ আসতে পারে। আর্থিক লাভ হওয়ার আত্মবিশ্বাসও বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। 


বৃষ (Taurus)- অফিসের কারণে দূরে কোথাও যেতে হতে পারে। তবে এদিন কাজের চাপে ক্লান্ত বোধ করতে পারেন। এদিন জীবনসঙ্গীর সঙ্গে যে কোনও রকম তর্ক এড়িয়ে চলা প্রয়োজন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকাই ভাল। 


মিথুন (Gemini)- অকারণ তর্ক-বিতর্কে জড়ালে আপনি সম্মান হারাতে পারেন। তাই সেসব এড়িয়ে চলুন। পরিবারের সমস্যা আলোচনার মাধ্য়মে সমাধান করার দিকে মন দিন। অংশীদারি ব্যবসায় সঙ্গীর সঙ্গে বিবাদ হতেও পারে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য শুভ সময় নয়, ঝুঁকি না নিলেই ভাল। 


কর্কট (Cancer)- যে কাজই করবেন অতিরিক্ত সতর্ক হয়ে কাজ করুন। কথাবার্তা ও রাগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যবসা প্রসারিত করার জন্য় ভাল সময়, লাভের মুখও দেখতে পারেন। পরিচিত কারও সাহায্যে কোনও ঝামেলা থেকে মুক্তি মিলবে। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। 


সিংহ (Leo)- এদিন আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাছে খুশি হবে। ব্যবসায় নতুন বিনিয়োগের জন্য ভাল দিন। কাছের লোকজনের কাছ থেকে বহ সমর্থন পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে তর্ক হতে পারে। তাই সেটা এড়াতে এদিন দূরত্ব বজায় রাখুন। 


কন্যা (Virgo)- আগের চেয়ে এদিন ভাল যাবে। কাজের চাপ থাকলেও উপযুক্ত ফল পাবেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। সেই কারণে মনও ভাল থাকবে। পরিবারের সঙ্গে নতুন কোনও জায়গায় যেতে পারেন। 


তুলা (Libra)-কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে। সহকর্মীরা আপনার কাজে খুশি হবে। তবে কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারেন, তাঁরা ক্ষতি করা চেষ্টাও করতে পারে। সতর্ক থাকা প্রয়োজন। পুরনো কোনও সমস্যা নিয়ে এদিন কথা বলা বা কাজ করা এড়িয়ে চললেই ভাল হয়। এদিন বড়সড় কোনও খরচ এড়িয়ে চলুন।


বৃশ্চিক (Scorpio)- সমস্যা সমাধানের চেষ্টা করে যান। সমস্যা থাকলেও আপনার বুদ্ধির বলেই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে সুনাম ও সম্মান পাবেন আপনি। যে কোনও কাজের আগে গুরুজনের আশীর্বাদ নিন।  


ধনু (Sagittarius)- দিনটি ভাল যাবে। কোনও কাজে খুব ব্যস্ত থাকবেন। অতিরিক্ত চিন্তা না এড়ালে মানসিক চাপের মুখে পড়তে পারেন। ব্যবসা হোক বা চাকরি- কাজের চাপ থাকলেও সাফল্য দেখতে পাবেন। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে এদিন। স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। 


মকর (Capricorn)- পছন্দের কোনও মানুষের সঙ্গে দেখা হতে পারে। মন খুশিতে ভরে উঠবে, কাজের উৎসাহও পাবেন। অংশীদারি ব্যবসা শুরুর জন্য় খুব ভাল দিন এটি। বাড়ি বা অফিসে কোনও বিতর্ক থেকে দূরে থাকুন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। 


কুম্ভ (Aquarius)- কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। নয়তো কারও আঘাত লাগতে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ আসবে। তবে এখনই নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা হতে পারে তবে ভাববেন না, শীঘ্রই ভাল খবর মিলবে।


মীন (Pisces)- ছোটখাট ঝামেলা হতে পারে এদিন। কোনও আত্মীয় সম্পর্কে কোনও খবর শুনতে পারেন। মুনাফা পাওয়ার জন্য় নতুন কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত হালকা ভাবে নেবেন না।