কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- আগামীকাল ভাল কাটবে। যাঁদের কর্মক্ষেত্রে কোনও টার্গেট রয়েছে তাঁরা চাপে থাকতে পারেন। টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। নিজের কাজ চালিয়ে যেতে হবে। যুবকদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। পরিশ্রম করলে সাফল্য আসবেই। আগামীকাল বন্ধুদের সমর্থন পাবেন। কোনও সমস্যায় পড়লে তাঁরাই আপনাকে তা থেকে বাঁচাবে। বাড়িতে থাকা বহুমূল্য জিনিস যত্নে রাখুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। মিষ্টি খাবার খাওয়া এড়িয়ে চলুন। ওজন বাড়তে পারে। তাতে নানা রোগ দেখা দেবে।
বৃষ- যাঁরা শিল্পচর্চা বা মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত তাঁদের কাজের চাপ থাকবে। তাতে মানসিক চাপ বাড়বে। ব্যবসায়ীদের ক্রেতাদের সঙ্গে ভাল ব্যবহার করা উচিত। তাতে ক্রেতার সঙ্গে হবে। ব্যবসায় লাভ হবে। নিজেকে ভাল রাখতে কাজ করুন। এমন কাজ করুন যাতে বাবা মা খুশি হয়। অর্থ দিয়ে পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। তাতে সমস্যার সমাধান হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আশেপাশের লোকজনের বিষয় সতর্ক থাকতে হবে। কোনও কিছুর দ্বারা প্রভাবিত হবেন না।
মিথুন- কেরিয়ারের জন্য ভাল দিন। অকারণে দুশ্চিন্তা করবেন না। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। সাধারণভাবে বাঁচার অভ্যাস করুন। দুর্ব্যবহার ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক হতে পারে। আরও বেশি ক্রেতা যাতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। কোনও কাজ শুরু আগে মাথা ঠান্ডা রাখুন। কারোর সঙ্গে কথা বলার আগে মেজাজ নিয়ে সতর্ক হোন। চিৎকার করে কথা বলবেন না। টাকা পয়সা হিসেবের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন। ছোট হোক বা বড় কোনও রোগকেই অবহেলা করবেন না। কথা বলার বিষয়ে সতর্ক হোন। সন্তানের সাফল্যে খুশি হবেন।
কর্কট- সরকারি চাকরির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বদলির সম্ভাবনা রয়েছে। বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবেন। বিশেষ করে লোহা ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য লাভজনক দিন। কাজের এনার্জি থাকবে তুঙ্গে। কঠিন কাজও অনায়াসে করা সম্ভব হবে। মন খুশি থাকবে। বাড়ির জমে থাকা কোনও কাজ সম্পন্ন হবে। চোখের সমস্যায় ভুগতে পারেন। চোখে অস্বস্তি এবং ব্যথা হতে পারে। বিশ্রাম নিয়ে কাজ করুন।
সিংহ- যাঁরা চাকরিজীবী তাঁরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করবেন না। তাতে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। যাঁরা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের খাবারের মান এবং পরিমাণ নিয়ে আরও সতর্ক হতে হবে। ক্ষুব্ধ হতে পারেন ক্রেতারা। কোনও কাজে দেরি করবেন না। চাকরি না পেলেও হতাশায় ভুগবেন না। পরিশ্রম করতে থাকুন। সাফল্য আসবেই। ভাই বা বোন সমস্যায় পড়লে তাঁদের পাশে দাঁড়ান। স্বাস্থ্যের দিক থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বড়দের মুখে মুখে তর্ক করবেন না।
কন্যা- যাঁরা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত তাঁদের কাজের চাপ থাকবে। মানসিক চাপ এবং ক্লান্তি বাড়তে পারে। ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। ব্যবহারের মাধ্যমে ক্রেতার মন জয় করুন। অনেক দিন ধরে অপেক্ষা করছেন এমন কোনও কিছু নিয়ে ভাল খবর পেতে পারেন। আপনার ব্যবহার, দক্ষতার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা এবং শ্রদ্ধা পাবেন। কোথাও নিজেকে জাহির করার প্রয়োজন নেই। কেউ আপনাকে অপমান করতে পারেন।
তুলা- কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে। যা কাজের পরিবেশের জন্য ভাল। আর্থিক বিনিয়োগের জন্য ভাল দিন নয়। ক্ষতির আশঙ্কা রয়েছে। পরে আফশোস হতে পারে। কোনও ভাল কাজে এনার্জি দিন। তাতে ফল মিলবে। অযথা রেগে যাবেন না। সৃজনশীল কাজে মন দিন। বাড়িতে অতিথি আসতে পারে। তাতে মন ভাল থাকবে। জ্বর-সর্দি-কাশির সমস্যায় ভুগতে পারেন। কারও অর্থের প্রয়োজন হলে নিজের সাধ্যমতো তাঁর পাশে দাঁড়ান।
বৃশ্চিক- পদোন্নতির সম্ভাবনা রয়েছে। লাভের মুখ দেখতে আরও পরিশ্রম প্রয়োজন ব্যবসায়ীদের। ধৈর্য্যের সঙ্গে কাজ করতে হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন, তাঁদের আরও পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসতে পারে সাফল্য। স্বল্প পরিচিতিতেই বন্ধুত্ব করবেন না। এমন কারও সঙ্গে পরিচয় করুন, যাতে যোগাযোগের পরিসর বৃদ্ধি পায়। পরিবারে কারও বিয়ের যোগ রয়েছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে পারেন। খাওয়াদাওয়ায় নজর দেওয়া প্রয়োজন।
ধনু- চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। কোনওরকম বিনিয়োগ করার আগে সব শর্ত পড়ে নিতে হবে ব্যবসায়ীদের। অকারণে রেগে যাবেন না। সামান্য রাগের কারণেও সারাদিন নষ্ট হতে পারে। তাতে মেজাজ বিগড়ে যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভাল ফল পেতে পারে আপনার সন্তান। তাতে পরিবারের সবার মুখে হাসি ফুটবে। স্বামীর সহযোগিতা পাবেন। ঠান্ডা কোনও কিছু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্রিয়জনের থেকে উপদেশ পাবেন। তাতে কঠিন পথ পেরিয়ে যাওয়া সহজ হবে।
মকর- অফিসে কাজের প্রশংসা পাবেন। নতুন ব্যবসা শুরু করলে লাভের মুখ দেখতে সময় লাগবে। আপাতত কোনও লাভের আশা নেই। কোনও চাপ না নিয়ে পরিশ্রম করে যান। সাফল্য আসবেই। বন্ধুদের সহযোগিতায় কাজ শেষ করতে পারবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। সঙ্গীর তর্কে জড়াবেন না। বরং চেষ্টা করুন বিবাদ মেটানোর। স্বাস্থ্যের দিকে নজর দিন। সহজপাচ্য খাবার খান। জমে থাকা কাজ দ্রুত শেষ করুন।
কুম্ভ- সেনাবাহিনীর কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বদলির সম্ভাবনা। নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা লোনের আবেদন করলে সময় তা পেতে সময় লাগবে। যাঁরা কেরিয়ার গড়ার লক্ষ্যে রয়েছেন, তাঁদের ধৈর্য্য ধরতে হবে। আশাহত হলে চলবে না। অ্যাজমার সমস্যা যাঁদের রয়েছে তাঁদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কেউ সাহায্য চাইলে তাঁকে ফেরাবেন না। নিজের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করুন।
মীন- পরিকল্পনা করে কাজ করতে হবে। কাজের উন্নতি এবং কর্ম দক্ষতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের কারও সাহায্যের প্রয়োজন হতে পারে। পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। কোনও সমস্যায় পড়লে অবশ্যই পরিবারের সদস্যদের জানান। কোনও প্রয়োজনে সন্তানের পাশে দাঁড়ান। তাকে সঠিক পথ দেখাতে হবে। বন্ধুর মতো করে বোঝার চেষ্টা করুন ঠিক কী ঘটেছে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।