Tecno Smartphone: গ্লোবাল মার্কেটে সম্প্রতি লঞ্চ হয়েছে টেকনো পপ ৮ (Tecno Pop 8)। এবার এই ফোন আসতে চলেছে ভারতে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। টেকনো (Tecno Smartphones) সংস্থার আসন্ন এই ফোনের ডিজাইন, রঙ, ডিসপ্লে স্পেসিফিকেশন, র‍্যাম, স্টোরেজ- এইসব সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আগামী ৩ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরের একদম শুরুতেই ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পপ ৮ ফোন। এই ফোনের AnTuTu score প্রকাশ্যে এসেছে যা 240K, টেকনো সংস্থার দাবি, তাদের আসন্ন ফোন ফাস্টেস্ট ৮ জিবি মডেল হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, টেকনো পপ ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 


টেকনো পপ ৮ ফোনের আসন্ন ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী স্পেসিফিকেশন থাকবে বলে জানা গিয়েছে 


সংস্থার তরফে জানানো হয়েছে এই ফোনের ৮ জিবি র‍্যামের মধ্যে ৪ জিবি থাকবে ফিজিক্যাল র‍্যাম। আর সেই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব হবে, ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে। এই ফোনে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। এর পাশাপাশি ৯০ হার্টজ ডট-ইন ডিসপ্লে থাকবে এই ফোনে এবং থাকবে একটি ডায়নামিক পোর্ট যা অনেকটাই অ্যাপেলের ডায়নামিক পোর্টের মতো। এখানে নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পাবেন ইউজাররা। ভারতে টেকনো পপ ৮ ফোন লঞ্চ হতে পারে গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট- এই দুই রঙে। 


এবার দেখে নেওয়া যাক টেকনো পপ ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • Android T-Go সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর সঙ্গে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 চিপসেট। তার সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে।

  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • টেকনো পপ ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ৯০০ ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই টাইম সাপোর্ট পাওয়া যাবে বলে দাবি করেছে টেকনো সংস্থা। 


আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?