কলকাতা: মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হতে চলেছে। সনাতন ধর্ম মতে সমস্ত মনস্কামনা পূরণ ও মোক্ষ লাভের উৎসব এটি। 

এই তিথিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। উল্লেখ্য, এই তিথিতেই শিব ও পার্বতীর বিবাহ হয়, অর্থাৎ শিব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। এর পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ। এই তিথিতে চার প্রহরের পুজোর নির্দিষ্ট মাহাত্ম্য ও ফলাফল রয়েছে। 

মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময়

প্রথম প্রহরের পুজো: সন্ধ্যা ৬টা ১৯ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্তদ্বিতীয় প্রহরের পুজো: রাত ৯টা ২৬ মিনিট থেকে মাঝরাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ততৃতীয় প্রহরের পুজো: মাঝরাত ১২টা ৩৪ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট পর্যন্তচতুর্থ প্রহরের পুজো: ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে ৪১ মিনিট থেকে সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত

চার প্রহরের পুজোর নিয়ম ও ফলাফলশিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনে শিবলিঙ্গে বাস করেন মহাদেব। তাই এই বিশেষ দিনে শিবলিঙ্গের পুজো করা উচিত। আবার শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এখানে চার প্রহরের পুজো ও অভিষেকের নিয়ম, মন্ত্র এবং ফলাফল সম্পর্কে জেনে নিন।

প্রথম প্রহরমহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোয় জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। এই প্রহরে শিব পুজো করলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করা যায়।মন্ত্র- ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ। 

দ্বিতীয় প্রহরএই শুভ দিনে দ্বিতীয় প্রহরের পুজোর দই দিয়ে শিবের অভিষেক করুন। এই প্রহরের পুজোর মাধ্যমে ধন-সমৃদ্ধি লাভ করা যায়।মন্ত্র- ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ

তৃতীয় প্রহরমহাশিবরাত্রির দিনে তৃতীয় প্রহরের পুজোর সময় ঘি দিয়ে শিবের অভিষেক করবেন। এর দ্বারা করলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায়।মন্ত্র- ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ

চতুর্থ প্রহরএই প্রহরের পুজোয় প্রথমে মধু ও তার পর জলধারা দিয়ে শিবের অভিষেক করা হয়। শাস্ত্র মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায়।মন্ত্র: ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম

 

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভের কোনও ধরনের বিশ্বাস, তথ্যের উপর সম্পাদকীয় কোনও মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে