কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- কর্মক্ষেত্রে জন্য খুব ভাল দিন বৃহস্পতিবার। উন্নতির সুযোগ আসতে পারে। কাজের দক্ষতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষব খুশি হবে। তাতে কাজের আগ্রহও বাড়বে। ব্যবসায়ীদের আরও বেশি উন্নতির দিকে নজর দেওয়া প্রয়োজন। যৌথভাবে কোনও ব্যবসা শুরু করতে পারেন। তরুণদের জন্য ভাল দিন। কেরিয়ারে সাফল্য আসতে পারে। তবে কঠিন লড়াই করতে হবে। তবেই একমাত্র সাফল্যের মুখ দেখা যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে সর্দি কাশির সমস্যা হতে পারে কারো কারো। ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। তবে যে কোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ নিন।
বৃষ- কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। পারিবারিক কারণে ব্যয় বাড়তে পারে। আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন। তাতে মানসিক অবসাদ বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন চুক্তি সই করতে হতে পারে। তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। কেরিয়ারের প্রতি আরও বেশি নজর দেওয়া প্রয়োজন পড়ুয়াদের। কোনও নতুন কোর্স শুরু করা যেতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় সাবধান। সামান্য ভুলেও বড় ক্ষতি হতে পারে।
মিথুন- নানা বিষয় নিয়েই সমস্যার মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। তবে নিজের কাজের দক্ষতাতেই সেই সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীরা আর্থিক সাহায্য পাবেন। তাতে ব্যবসার উন্নতির পথ প্রশস্ত হবে। তরুণদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্রয়োজনে বড়দের পরামর্শ নিতে হবে। নাহলে পরে আক্ষেপ করতে হতে পারে। স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। হাসপাতালে ভর্তিও হতে পারেন। চিকিৎসার জন্য বিপুল ব্যয়। ভাষার বিষয়ে সতর্ক হতে হবে। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না।
কর্কট- কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। সাফল্যও আসতে পারে। যাবতীয় সমস্যা এই মাসের মধ্যেই মিটে যাবে। ব্যবসায়ীদের আরও সতর্ক হতে হবে। কোনও দ্রব্য বিক্রি করতে হলে সোশাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। তাতে ব্যবসার উন্নতি হবে। কেরিয়ার সাফল্য পেতে আরও বেশি পরিশ্রম প্রয়োজন। কোনও আত্মীয় আসতে পারেন বাড়িতে। তাতে দিনভর ব্যস্ততা থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘদিন কোনও অসুস্থতা থাকলে তা কমবে। মানসিক শান্তি পাবেন। গাড়ি চালানোর সময় সাবধান। ট্রাফিক নিয়ম মেনে চলুন।
সিংহ- ভাল দিন কাটবে। কাজের চাপ থাকবে দিনভর। তাই দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে। তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। তবেই উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য আগামীকাল বিশেষ দিন। অর্থ বিনিয়োগ করতে পারেন। শেয়ার মার্কেট থেকে লাক্ষন পেতে পারেন। কেরিয়ারে উন্নতির জন্য কোনও আত্মীয়র থেকে সাহায্য পেতে পারেন। তাতে পরিশ্রম করা আরও সহজ হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। শ্বাসযন্ত্রজনিত সমস্যা বাড়বে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কন্যা- বৃহস্পতিবার লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে বিশেষ সম্মান পাবেন। আপনার কাজের প্রশংসা করবেন সহকর্মীরা। তাতে মনও খুশি থাকবে। ব্যবসা এগিয়ে নিয়ে যেতে আরও খাটতে হবে। তাতে অবশ্যই সাফল্য আসবে। সঙ্গীর থেকে উপহার পাবেন। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। শান্তি বজায় থাকবে পরিবারে। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। যাঁরা ডায়বেটিক তাঁদের সতর্ক হতে হবে। বিশেষ করে খাওয়াদাওয়া নিয়ে সতর্কতা প্রয়োজন। মর্নিং করা যেতে পারে সুস্থ থাকতে।
তুলা- কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। পদোন্নতি হতে পারে। তাতে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে পারে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। তাতে ব্যবসা বাড়ানোর পথ প্রশস্ত হবে। তরুণরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের কাজ শেষ করতে পারবেন। বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক হতে পারে। বড়দের সম্মান করুন। কোনও কাজ শুরু করার আগে অবশ্যই বড়দের পরামর্শ নিন। স্বাস্থ্য ভাল থাকবে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাঁদের সতর্ক হওয়া প্রয়োজন। নিয়ম মেনে ওষুধ খেতে হবে।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে পুরনো কোনও সমস্যা মিটে যেতে পারে। তাতে মন খুশি থাকবে। পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। প্রয়োজনে বন্ধুর থেকে আর্থিক সাহায্য নিন। তবে অর্থ বুঝে খরচ করতে হবে। পুরনো বন্ধুর থেকে সাহায্য পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। পুরনো কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা হতে পারে। তাতে মানসিক চাপ বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও ব্যথা বা যন্ত্রণার সমস্যা হবে না। তবে গাড়ি চালানোর সময় সতর্ক হতে হবে।
ধনু- কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। নতুন চাকরির খোঁজ করলে এটাই সঠিক সময়। নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। বড় কোনও চুক্তি সই করতে পারেন। তাতে আর্থিক লাভ হবে। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। পাশাপাশি বিদেশে চাকরির অফারও পেতে পারেন। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ। স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘদিন ধরে কোনও রোগে প্রকোপ থাকলে ওষুধ খেতে হবে নিয়মিত।
মকর- পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বেতন বাড়তে পারে। তাতে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। কোনও ব্যবসা শুরুর আগে অবশ্যই পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন। তাতে এগোনোর পথ সহজ হবে। পাশাপাশি লাভের মুখও দেখবেন। ক্লান্তি বোধ হতে পারে। পারিবারিক কারণে ব্যস্ততা বাড়বে। সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। বৈবাহিক জীবন সুখের হবে। সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। ধর্মীয় কাজে মন দিতে পারেন। মানসিক শান্তি বাড়বে। উঁচু কোনও জায়গায় যাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে। আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ- এই দিনটা বিশেষভাবে কাটাতে পারবেন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। তবে নিজের কাজকে অবহেলা করবেন না। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। তাতে মন খুশি থাকবে। অর্থ বিনিয়োগ করতে পারবেন। কেরিয়ারের বিষয়ে সতর্ক হতে হবে। পরিবারে ভাল কিছু হবে। ফলে মন ভাল থাকবে। সন্তানের সাফল্যে মন খুশি। একদম ফিট থাকবেন দিনভর। তবে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।
মীন- কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। তাতে মনও অখুশি হবে। তবে মন দিয়ে কাজ করলে সাফল্য আসবেই। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কাজের চাপে চিন্তা বাড়বে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হবে। তবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমস্যার মোকাবিলা করতে হবে। ধর্মীয় কাজে মন দিতে পারেন তরুণরা। কাউকে সাহায্য করতে পারবেন। তাতে মানসিক শান্তি আসবে। কাজের জন্য সঙ্গীকে অবহেলা নয়। তাতে বৈবাহিক সম্পর্কে বিবাদ বাড়বে। সন্তানের প্রয়োজনে তার পাশে দাঁড়ান। কোনও ঠান্ডা দ্রব্য খাওয়া বা পান করা যাবে না। তাহলে সর্দি-কাশির হতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।