কলকাতা: আজ ৮ ডিসেম্বর, শুক্রবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 


মেষ- পারিবারিক অশান্তিতে মনখারাপ। নিজের কাজ মন দিয়ে করে যান। অতিরিক্ত ব্যয় নিয়ে বাবা মায়ের সঙ্গে অশান্তি। কাজের সুযোগ আসবে। অনেক দিন ধরে শেখার ইচ্ছে এমন কিছু শেখার জন্য ভাল সময়।


বৃষ- এনার্জি থাকবে ভরপুর। আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। দুশ্চিন্তা বাড়তে পারে। ইতিবাচক মনোভাব বজায় থাকবে। মন ভাল রাখতে গান শুনুন। আধ্যাত্মিক কাজে মন দিন।


মিথুন- ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক পরিস্থিতিতে বাবা মাকে পাশে পাবেন। সঙ্গীর থেকে ভালবাসা পাবেন। নতুন কোনও কাজ শুরু করবেন না। অতিরিক্ত ব্যয় নয়।


কর্কট-  দুশ্চিন্তা বাড়বে আজ। অর্থের গুরুত্ব বুঝতে হবে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। সঙ্গীর আচরণে মন খারাপ। ফাঁকা সময়ে কোনও বই পড়তে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।  


সিংহ- ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারে। ভবিষ্যতের কথা ভেবে আর্থিক সঞ্চয় করুন। পারিবারিক ব্যবসা শুরুর জন্য ভাল দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে।


কন্যা- কাউকে পাশে পাবেন আজ। পরিবারের সঙ্গে সময় কাটান। দায়িত্ব নিয়ে বাড়ির কাজ করুন। রোম্যান্টিক মুহূর্ত কাটবে আজ। কর্মক্ষেত্রে নিজের কাজে মন দিন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।


তুলা- অতিরিক্ত খাওয়া দাওয়া নয়। ওজন সম্পর্কে সতর্ক হোন। আর্থিক লাভের সম্ভাবনা। রান্নাঘরের সরঞ্জাম কিনতে পারেন আজ। সৃজনশীল কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য আজ ভাল দিন।


বৃশ্চিক- স্বাস্থ্যের কথা মাথায় রেখে ধূমপান বন্ধ করতে হবে। নিকট আত্মীয়ের সাহায্যে আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন।  ইতিবাচক মনোভাবে অনেক সমস্যার সমাধান করতে পারবেন।


ধনু- স্বাস্থ্য ভাল থাকবে আজ। ভাই আর্থিক সাহায্য চাইতে পারে। কোনও আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। আপনার আচরণে সঙ্গী রেগে যেতে পারেন। মনখারাপ হতে পারে আজ।


মকর- এমন কাজ করুন যাতে নিজের দক্ষতা বাড়বে। বিনিয়োগে মন দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রিয়জনের প্রতি যত্ন নিন।


কুম্ভ- কোনও বিষয় নিয়ে জেদ করবেন না। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। ভাষা ব্যবহারে সতর্ক হোন। পরিবারের খুশির খবর আসতে পারে। সন্তানের আচরণে চিন্তা বাড়বে।


মীন- একাকিত্ব কাটাতে পরিবারের সঙ্গে সময় কাটান। অতিরিক্ত ব্যয়ে চ্যালেঞ্জ বাড়বে। প্রোমোশনের সম্ভাবনা। পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন আজ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।