কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে নতুন বছর। ২০২৬। নতুন বছরে নতুন আশা-আকাঙ্খা। কেমন কাটবে আগামী বছরটা ? অর্থ, পরিবার, সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা... বিভিন্ন ক্ষেত্রে কী রয়েছে ভাগ্যে ? এনিয়ে আগাম আভাস থাকলে, পথ চলতে অনেক সুবিধা হয়। সমস্যার সময়ে নিজেদের সতর্ক রাখা যায়। আর ভাল সময় চললে তো কথাই নেই। সেই লক্ষ্যে, ১২ রাশির ২০২৬ কেমন যাবে তা নিয়ে জ্যোতিষ-গণনা করে এবিপি লাইভকে জানিয়েছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। এই প্রতিবেদনে দেখে নেব, ২০২৬ সালটা কেমন কাটবে মেষ রাশির জাতকদের ?
মেষ রাশির আর্থিক ভাগ্য - মেষ রাশির জাতকদের ক্ষেত্রে ২০২৫ সালটা আর্থিকভাবে একটু চাপের ছিল। কিন্তু, ২০২৬-এ অর্থ প্রবাহের নতুন রাস্তা খুলবে। অর্থ যেমন আসবে, খরচও হবে। সার্বিকভাবে আর্থিক পথটা মসৃণ হবে। এবছর পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় একটু এগিয়ে যাবে। কোনও না কোনও রাস্তা খুলবে। তবে, অতিরিক্ত আয়ের জন্য কোনও সাইড-বিজনেস বা অন্য কোনও কাজ শুরু করবেন না। সেটা যদি করার হত, তাহলে ২০২৫-এই হয়ে যাওয়া উচিত ছিল। ২০২৬ নতুন কাজ করার নয়। যে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে হবে। তাতে স্বীকৃতি মিলবে। অতিরিক্ত কোনও বিনিয়োগ করতে যাবেন না।
মেষ রাশির কেরিয়ার - যারা ভাবছিলেন, অনেকদিন হয়ে গেল, একই পোস্টে বসে আছি...কোনও প্রোমোশন হচ্ছে না, ভাল প্রোজেক্ট হাতে আসছে না, তাঁদের জন্য ২০২৬-এ আসছে সুখবর। নতুন বছরে আপনার হাতে ভাল প্রোজেক্ট আসতে পারে বা প্রোমোশন হতে পারে। কাজের কৃতিত্ব পাবেন। অফিসে যতই রাজনীতি চলুন, আপনি তা অতিক্রম করে এগিয়ে যাবেন।
মেষ রাশির শিক্ষা - বাচ্চারা বাধ্যের হবে। বড়দের কথাবার্তা শুনে চলবে। বাবা-মায়ের কথা না শুনলেও, শিক্ষকদের কথা শুনবে।
মেষ রাশির পরিবার - পারিবারিক পরিস্থিতি মসৃণ হয়ে যাবে। মানসিক শান্তি মিলবে। যে কোনও কাজে ইতিবাচকতা নিয়ে এগিয়ে যাবেন। বাড়িতে ভাল পরিবেশ। কোনও অনুষ্ঠান হতে পারে। আত্মীয়-স্বজনের সমাগম হতে পারে। সবার সঙ্গে মিলেমিশে থাকবেন।
মেষ রাশির সম্পর্ক - বিয়ের জন্য ততটা মসৃণ হবে না ২০২৬। বিয়ের সম্ভাবনা একটু কমই আছে। সম্পর্ক আসবে, কথাবার্তা এগোবে, কিন্তু তা বাস্তবায়ন হতে ২০২৭ হয়ে যেতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বছরটা ভাল হলেও, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ২০২৬ ভাল যাবে না। ভুল বোঝাবুঝি হতে পারে।
মেষ রাশির স্বাস্থ্য - হাসপাতালে ভর্তি হওয়া বা দুর্ঘটনার মতো বড় কোনও স্বাস্থ্য সমস্যা হবে না। ছোটখাট উদ্ভট রোগ লেগে থাকতে পারে। তবে, তা সেরকম বড় কিছু নয়।
মেষ রাশির জন্য প্রতিকার - নিয়মিত গণেশের আরাধনা করা উচিত। সকালে স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালান। ন্যূনতম ২১টি দুর্বা ঘাস দিয়ে গণেশের আরাধনা করুন। তাতে নেতিবাচকতা কেটে যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।