কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৪ অগ্রহায়ণ, ১ ডিসেম্বর -


সূর্যোদয় - সকাল ৬টা ৫মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৮ মিনিট


বারবেলাদি - ৮:৪৬ গতে ১১:২৬ মধ্যে


কালরাত্রি - ৮:৭ গতে ৯:৪৭ মধ্যে


যাত্রা - শুভ পশ্চিমে নিষেধ, দিবা ১১:৪৯ গতে নৈর্ঋতে অগ্নিকোণেও নিষেধ, দিবা ৩:২৫ গতে মাত্র পশ্চিমে নিষেধ


শুভকাজ- নেই 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


অপ্রত্যাশিত আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সংকট-মোচন; ডিসেম্বরে কপাল খুলছে এই ৫ রাশির-


গ্রহ-নক্ষত্রের দিক থেকে বছরের শেষ মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাস কিছু রাশির জন্য খুব ভাল হতে চলেছে। এই রাশির জাতকরা ডিসেম্বরে ভাল ফল পেতে পারেন। সব ক্ষেত্রেই পাবেন ইতিবাচক ফল। 


মিথুন- বছরের শেষ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায়িক দিক থেকে খুবই অনুকূল হতে চলেছে। চাকরিজীবীদের জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়টি খুব শুভ হবে। আপনি কর্মজীবনে অনেক উন্নতি করবেন। পদোন্নতিও পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তবে ডিসেম্বর মাসে সুখবর পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতকদের এই মাসে তাঁদের সম্পর্কের প্রতি সততা দেখাতে হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে।


সিংহ - ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতকদের জন্য শুভ ও সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। এই মাসে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য ও অগ্রগতির সম্ভাবনা থাকবে। এটি আপনার জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে।এই মাসে, আপনি আপনার বিশেষ কাজ সম্পন্ন করার জন্য আপনার বন্ধু বা কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে প্রচুর সাহায্য পাবেন। বাড়িতে শুভ কাজ সম্পন্ন হতে পারে। ডিসেম্বর মাসে আপনার দাম্পত্য জীবনের বাধা দূর হবে। উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে আপনার মন খুশি হবে।


কন্যা - বছরের শেষ মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভাল যাবে। এ মাসে কোনও কাজ করার সময় শর্টকাট নেওয়া উচিত হবে না। ব্যবসায় কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। মাসের মাঝামাঝিতে আপনার জন্য সুখবর আসতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব এবং পরিবার আপনার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে। চাকরিজীবীরা সিনিয়রদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে ভাল খবর পেতে পারেন। বিবাহিতরা তাঁদের স্ত্রীর পূর্ণ সহযোগিতা পাবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।


তুলা - ডিসেম্বর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ হতে চলেছে। কর্মজীবন এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত আনন্দদায়ক ভ্রমণের সুযোগ পাবেন। পরিচিতি বাড়বে। এ সময়ে কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় জমি-বাড়ি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। আপনার পারিবারিক সমস্যাগুলিও পারস্পরিক সম্মতিতে সমাধান হবে। যাঁরা পেশায় রয়েছেন, তাঁদের জন্য এই সময়টি শুভ হতে চলেছে। বিভিন্ন উৎস থেকে অর্থ মিলবে। এই মাসে, কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত।


কুম্ভ - কুম্ভ রাশির জাতকরা ডিসেম্বর মাসে অনুকূল ফল পাবেন। চাকরিতে আপনি অনেক নতুন সুযোগ পাবেন, যা আপনার জন্য ভাল প্রমাণিত হবে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনেক ইতিবাচক ফলাফল পাবেন। ব্যবসায় সাফল্য পেতে পারেন। নতুন ব্যবসার পথও খুলতে পারে। ব্যবসায় ভাল উপার্জন করবেন এবং আপনার আর্থিক জীবনের উন্নতি হবে। সঞ্চয়ের পাশাপাশি আপনি ভাল উপার্জনের সুযোগও পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। চাকরির জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন।


ডিসক্লেমার : কার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।