কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৭ পৌষ, ৩ জানুয়ারি -


সূর্যোদয় - সকাল ৬টা ২৩ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫৯ মিনিট


কালবেলাদি - ৯:২ গতে ১০:২২ মধ্যে ও ১১:৪২ গতে ১:১ মধ্যে


কালরাত্রি - ৩:২ গতে ৪:৪৩ মধ্যে


যাত্রা - নেই, দিবা ১:১ গতে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ১:১৬ গতে বায়ুকোণে নৈর্ঋতেও নিষেধ, অপরাহ্ন ৪:৫২ গতে পুনঃ যাত্রা নেই।


শুভকাজ- অপরাহ্ন ৪:৫২ মধ্যে নামকরণ, বিক্রয়বাণিজ্য, শান্তিস্বস্ত্যয়ন. দিবা ১:১ গতে অপরাহ্ন ৪:৫২ মধ্যে শঙ্খরত্নধারণ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ- কর্মক্ষেত্রে ভাল কাজে সুনাম বৃদ্ধি। কোনও পুরস্কার পেতে পারেন। ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। কোনও কাজ ফেলে রাখবেন না। কোনও নথি হারিয়ে গেলে বিপদে পড়তে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। চাকরিপ্রার্থীরা ভাল খবর পেতে পারেন। চাকরির সুযোগ আসতে পারে। বাড়ির খুদে সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। শরীর খারাপ হতে পারে। যাঁদের লিভারের সমস্যা রয়েছে তাঁদের বিশেষ যত্ন নিতে হবে। পরিমিত খাওয়াদাওয়া প্রয়োজন।


বৃষ- কাজের চাপ থাকবে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবেন। নতুন কোনও প্রজেক্ট হাতে আসতে পারে। তাতে আর্থিক লাভ হবে। লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, তাতেই সাফল্য আসবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। পরিবারের ভরসা যেন আপনার উপর থেকে উঠে না যায় সেদিকে নজর দিতে হবে। রাতে না ঘুমানো বা কম ঘুমানোর কারণে শরীর খারাপ হতে পারে। দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সব কাজ শেষ করে ফেলতে পারবেন।


মিথুন- সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। টার্গেট নিয়ে যাঁরা কাদ করেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। ব্যবসার স্বার্থে নতুন জিনিস কিনতে হবে। তাতে কাজ করা সহজ হবে। একইসঙ্গে বিক্রিও বাড়বে। বিয়ের প্রস্তালব আসতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। সন্তানের দিকে নজর দিন। বাবা মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে দেবেন না। সমস্যা বুঝতে কথা বলতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।


কর্কট- বিভিন্ন বিষয়ে নজর দিতে হবে। ব্যবসাকে অবহেলা করবেন না। পরে ফল ভুগতে হতে পারে। কোনও সমস্যা সমাধানে মাথা ঠান্ডা রাখুন। কোনও বড় চুক্তি হতে পারে। সন্তানের কোনও বিষয় নিয়ে রাগ থাকলে তা মিটবে। বাবা মায়ের আশীর্বাদ থাকবে। সব কাজ শেষ করতে পারবেন। ব্যস্ততার কারণে স্ত্রীকে সময় দিতে পারবেন না। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বড় কোনও ঝুঁকি নেবেন না। পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে বয়সে বড়দের সাহায্য পাবে।


সিংহ- ব্যবসায়ীরা কাজে অবহেলা করবেন না। তাতে বড় ক্ষতি হতে পারে। পারিবারিক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীকে সাহায্য করুন। ব্যবহার ঠিক রাখতে হবে। দুর্ব্যবহারে পরিবারের সদস্যরা দুঃখ পেতে পারেন। কোনও ভুল করে থাকলেও তা যেন দ্বিতীয়বার না হয়, তাও নিশ্চিত করতে হবে। প্রেমের সম্পর্কে বাকবিতণ্ডা হতে পারে। কাউকে অন্ধ বিশ্বাস না করাই ভাল। অবহেলা করে কাজ করলে কেরিয়ার উপর তার প্রভাব পড়তে পারে। তাই সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা হতে পারে। তাই সাবধানে কাজ করতে হবে।


কন্যা- কর্মক্ষেত্রে টাকা লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। অযথা কেনাকাটা করবেন না। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলতে হবে। তর্কে জড়াবেন না। তাতে পরে সমস্যা হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে। ভাইবোনের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ান। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। সন্তানের থেকে কোনও ভাল খবর পেতে পারেন। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পুরনো কোনও কাজ শেষ  হবে। পরিবারের কোনও সদস্যের বিয়ে নিয়ে সমস্যা থাকলে তাও মিটে যাওয়ার সম্ভাবনা।


তুলা- পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের কাজ অন্যের উপর চাপিয়ে দেবেন না। তাতে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসার কাজে ভাইয়ের পরামর্শ নিতে পারেন। প্ল্যান ভেস্তে যেতে পারে। সন্তানকে যথেষ্ট সময় দিতে হবে। নাহলে তার চাহিদা সম্পর্কে বুঝতে পারবেন না। বাড়ির রং করার প্ল্যান করতে পারেন। কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থা্কলে তা পূরণ করতে হবে। পরিবারে কোনও সমস্যা হলে বন্ধুর পরামর্শ নিন। ওষুধ খাওয়া বন্ধ করবেন না।  


বৃশ্চিক- দ্রুত কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়ীদের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে তার আগে অভিজ্ঞ কারও সঙ্গে পরামর্শ করতে হবে। পার্টনারশিপের ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনও কাজ ফেলে রাখলে সমস্যা বাড়বে। সামাজিক সম্মান বৃদ্ধি। অন্যের সমর্থন পাবেন। নতুন কোনও কিছু শুরু করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন।


ধনু- নয়া সমস্যা দেখা দিতে পারে। কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বড় ক্ষতি এড়াতে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজে ঝোঁক বাড়বে। ভাষা নিয়ে সংযত হতে হবে। নতুন চাকরির সন্ধান করার জন্য ভাল সময়। পরিবারের কোনও সদস্যের থেকে ভাল খবর পেতে পারেন। কোনও সিদ্ধান্তে নেওয়ার আগে আলোচনা করতে হবে। পরীক্ষায় কোনও বিষয়ে কম নম্বর পেলে সমস্যা বাড়বে। ধর্মীয় কাজে মন দিলে মানসিক চাপ কমবে।


মকর- টিম ওয়ার্কের মাধ্যমে দ্রুত অফিসের কাজ শেষ করতে হবে। জুনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ীদের নিজেদের কাজ নজরে রাখতে হবে। তাতে লাভ হবে। বাড়বে বিক্রিও। বয়সে বড়দের সাহায্য পাবেন যে কোনও কাজে। চাকরির খবর আসতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ পাবেন। খরচার জেরে চিন্তা বাড়বে। তৃতীয় কোনও ব্যক্তির কারণে স্বামীর সঙ্গে বিবাদ বাড়বে। বড় কোনও বিনিয়োগ করবেন না।


কুম্ভ- কর্মক্ষেত্রে সম্পর্কে সতর্ক হতে হবে। দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। তবে কোনও প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। তাতে বিরোধীরা সুযোগ পাবেন। ভাইবোনের সাহায্য পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পুরনো রোগ ফিরে আসতে পারে। প্রয়োজনে চিকিৎসের পরামর্শ নিন। যোগব্যায়াম করতে পারেন প্রত্যেকদিন। কোনও ভাল খবর পেতে পারেন। দাম্পত্যে দূরত্ব বাড়তে পারে। পডুয়াদের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। তবে কঠোর পরিশ্রমে সমস্যা মিটবে।


মীন- চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। সমাজে সম্মান বাড়বে। তরুণ-তরুণীরা কাজের উদ্যম পাবেন। সফল হতে গেলে কাজে মন দিতে হবে। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। কোনও উপহার পেতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। যোগব্যায়াম করতে পারেন। পরিবারের কেউ আপনার ক্ষতি করতে পারে। সতর্ক থাকতে হবে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।