কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৬ অগ্রহায়ণ, ৩ ডিসেম্বর -


সূর্যোদয় - সকাল ৬টা ৬মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৮ মিনিট


বারবেলাদি - ১০:৭ গতে ১২:৪৭ মধ্যে


কালরাত্রি - ১:৭ গতে ২:৪৭ মধ্যে


যাত্রা - নেই


শুভকাজ- নেই 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ (Aries)- ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বাড়বে। কাছের লোকজনের ক্রমাগত খোঁচা বিরক্তি বাড়াতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। 


বৃষ (Taurus)- নিজেকে সময় দিন। প্রেমের দিকে ভাল দিন। কাছের মানুষদের সমর্থন পাবেন। শান্ত মনে এগিয়ে যান। 


মিথুন (Gemini)- মনের কথা শুনে চলুন। পেশাগত ক্ষেত্রে নতুনভাবে তৈরি হন। মন শান্ত রাখতে পারলে খানিক মেডিটেশন করুন।


কর্কট (Cancer) - অতিরিক্ত ভাবনাচিন্তা বাড়াতে পারে অস্বস্তি। খানিক জোর দিন শারীরিক কসরত করার দিকে। ব্যালেন্স ডায়েটের দিকে নজর দিন। 


সিংহ (Leo) - অত্যন্ত শুভ দিন। রয়েছে অর্থযোগ । স্বাস্থ্যের দিক থেকে স্বস্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রেও আনন্দে কাটবে।


কন্যা (Virgo)- পরিবারকে সময় দিন। সম্পর্কে তিক্ততা আসতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত মাথায় আলোচনার পথ ধরুন।


তুলা (Libra)- অতীত পিছনে ছাড়ুন। কথাবার্তায় খানিক সংযম রাখুন। কাউকে দুঃখ দিয়ে ফেলতে পারেন। আর্থিক উন্নতির যোগ।


বৃশ্চিক (Scorpio)- বন্ধুদের সঙ্গে সময় কাটবে। দীর্ঘদিন পরে কারোর সঙ্গে দেখা হতে পারে। ভাল দিন কাটবে।


ধনু (Sagittarius)- কর্মজীবনে নজর দিন। সামাজিক দিক থেকে ভাল সময় কাটবে। দৈনন্দিন জীবনযাপন বদলের দিকে নজর দিন। 


মকর (Capricorn)- ভ্রমণের যোগ রয়েছে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া করুন। 


কুম্ভ (Aquarius)- আশঙ্কা রয়েছে বাড়তি খরচের। পরিবারের সঙ্গে কাছেপিঠে ভ্রমণের যোগ রয়েছে। সুখবর পেতে পারেন। 


মীন (Pisces)- প্রেমের জন্য ভাল দিন। প্রবল উদ্যমের সঙ্গে দিন কাটানোর সম্ভাবনা। আবেগ খানিক নিয়ন্ত্রণে রেখে চলুন। 


ডিসক্লেমার : কার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।