কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৭ অগ্রহায়ণ, ৪ ডিসেম্বর -


সূর্যোদয় - সকাল ৬টা ৭ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৮ মিনিট


কালবেলাদি - ৭:২৭ গতে ৮:৪৭ মধ্যে ও ২:৮ গতে ৩:২৮ মধ্যে


কালরাত্রি - ৯:৪৮ গতে ১১:২৮ মধ্যে


যাত্রা - নেই, রাত্রি ১২:২২ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ


শুভকাজ- নেই  


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিদিনের জীবন থেকে ছুটি নিয়ে কোনও আত্মীয়র সঙ্গে সময় কাটান। সঙ্গীর সঙ্গে ভেবে কথা বলুন। মনোমালিন্য বাড়তে পারে। কোনও সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন।


বৃষ- নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। না হলে বিপদ বাড়তে পারে। অতীতে বিপুল ব্যয়ে বর্তমানে সমস্যার কারণ হতে পারে। বাড়ির সাজসজ্জা পরিবর্তনের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।


মিথুন- সন্দেহভাজন মনোভাবে ক্ষতি হতে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য নতুন প্রযুক্তি শিখতে হবে। বিতর্কিত মন্তব্য করবেন না।


কর্কট- কথা বলার সময় সংকোচ বোধ করবেন না। আত্মবিশ্বাসের অভাবে সমস্যা হতে পারে। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে তা মিটিয়ে নিন। বিবাদে জড়িয়ে পড়তে পারেন।


সিংহ- মানসিক অশান্তির প্রভাব শরীরের উপরও পড়তে পারে। চ্যালেঞ্জের মুখোমুখি হলে আর্থিক দিক থেকে সমস্যা হবে না। বিনিয়োগে মন দিন। কোনও অজুহাত ছাড়া দ্রুত কাজ শেষ করুন।


কন্যা- আপনার উপস্থিতিতে চারপাশ সুন্দর হয়ে উঠবে। অতীতের বিনিয়োগ থেকে লাভ পাবেন আজ। নিজের মতামত সন্তানের উপর চাপিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। সঙ্গীর সাহায্য পাবেন আজ।   


তুলা- কাজের চাপের মধ্যেও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আয়ের পথ প্রশস্ত হবে এমন কাজ করুন। ব্যক্তিগত কারণে বন্ধু সাহায্য চাইতে পারে। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে।


বৃশ্চিক- আজ পর্যাপ্ত বিশ্রাম নিন। ব্যবসায় লাভের জন্য কোনও বন্ধুর সাহায্য চাইতে পারেন। পরিবারে কোনও সমস্যা আসতে পারে। অবহেলা করবেন না। প্রয়োজনে নিজের সঙ্গে সময় কাটান।


ধনু- শারীরিক অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ নিন। ইতিবাচক মনোভাবে যে কোনও নেতিবাচক বিষয়ের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। স্ত্রীর মেজাজ বিগড়ে যেতে পারে।


মকর- সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।  কঠিন সময়ে পরিবারের সাহায্য পাবেন। নিজের জিনিস নিয়ে সতর্ক হতে হবে। চুরির আশঙ্কা আছে। ভালবাসার কথা সঙ্গীকে বলুন। যৌথ উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন। 


কুম্ভ- ক্রীড়ায় অংশ নিলে শরীর সুস্থ থাকবে। আর্থিক বিনিয়োগ লাভজনক হবে আজ। কাজের চাপ থাকলেও পরিবারকে অবহেলা করবেন না। পরিবারের খুদে সদস্যের সঙ্গে সময় কাটান।


মীন- স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। লাভের মুখ দেখবেন। সন্তানের সঙ্গে সময় কাটালে খুশি থাকবেন। কর্মক্ষেত্রে কারোর থেকে সারপ্রাইজ পাবেন। অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।