কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২ চৈত্র, ১৭ মার্চ-
সূর্যোদয়- সকাল ৫টা ৫০ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪৩ মিনিট
বারবেলাদি- ৮.৪৮ থেকে ১১.৪৬ মিনিট পর্যন্ত
কালরাত্রি- ৮.৪৪ মিনিট থেকে ১০.১৫ মিনিট পর্যন্ত
যাত্রা- শুভ যাত্রা নেই
শুভকাজ- দিবা ২.৪৩ মিনিটে বিক্রয়বাণিজ্য, কারখানারম্ভ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি: কর্মক্ষেত্র বা ব্যবসায়ে কোনো অবহেলা করলে আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি: ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। যা তাঁদের মানসিক শান্তি এনে দেবে। নিজের কাজে আজ মনোনিবেশ করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্ধ্যে নাগাদ আজ বাড়িতে অতিথিরা আসতে পারেন।
কর্কট রাশি: আজ বাড়িতে অন্যদের অসন্তুষ্ট না করে পারিবারিক প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নিন।
সিংহ রাশি: কর্মক্ষেত্রে আজ সুন্দর দিন কাটবে। পারিবারিক দায়িত্বগুলি আজ এড়িয়ে যাবেন না।
কন্যা রাশি: আজ কোনো অমীমাংসিত সমস্যা মানসিক চাপ বৃদ্ধি করবে এবং অর্থব্যয়ও ঘটাতে পারে।
তুলা রাশি: আজ আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ার কারণে আপনি যেতে পারবেন না।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কোনো কাজে উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে।
ধনু রাশি: আজ আপনি কাউকে প্রেম নিবেদন করতে পারেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে।
মকর রাশি: সন্তানদের মাধ্যমে আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। পাশাপাশি, আপনি আপনার সন্তানের জন্য গর্বিতও হবেন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দিন।
কুম্ভ রাশি: আপনি খুব সহজেই আজ সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ সমগ্ৰ দিন জুড়ে মানসিক শান্তি বিরাজ করবে।
মীন রাশি: কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। সন্তানের অসুস্থতার কারণে আজ আপনি ব্যস্ত থাকবেন।
ডিসক্লেমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।