কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion) 


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২৪ ভাদ্র, ১১ সেপ্টেম্বর -


সূর্যোদয়- সকাল ৫টা ২৫ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫টা ৪৪ মিনিট


কালবেলাদি- ৬:৫৭ গতে ৮:৩০ মধ্যে ও ২:৩৯ গতে ৪:১১ মধ্যে


কালরাত্রি- ১০:৭ গতে ১১:৩৩ মধ্যে


যাত্রা- নেই


শুভকাজ- নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন, দেবতাগঠন, ক্রয়বাণিজ্য


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ - আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভাল যাবে। আগামীকাল আপনি আপনার জীবনে কিছু বড় অর্জন করতে পারেন। যা বদলে দিতে পারে আপনার জীবন। আর্থিক লাভ হতে পারে। কর্মজীবীদের জন্য আগামীকাল দিনটি ভাল যাবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা ভাল চলবে। পিতামাতার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। স্বাস্থ্যের দিক থেকেও ভালই কাটবে দিন।


বৃষ - মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন, আগামীকাল তা এড়িয়ে চলাই শ্রেয়। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বেতন বাড়তে পারে। কঠিন সময়ে জীবনসঙ্গী আপনার পাশে দাঁড়াবে। 


মিথুন - এই রাশির জাতকদের জন্য চমৎকার দিন। সম্পত্তি সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নিতে হলে আগামীকালই নিন। শুভ হবে। শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করলে লাভ আছে। কাপড় ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। মনের মানুষ সারপ্রাইজ দিতে পারে। সন্তানদের জন্য মন থাকবে আনন্দে ভরপুর। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন।


কর্কট - আগামীকাল ভালই কাটবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। তবে আগামীকাল সম্পত্তিতে ব্যয় এড়িয়ে চললেই ভাল। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা, আগামীকাল ভাল হবে। কঠোর পরিশ্রমে সাফল্য আসবেই। সন্তান ও স্ত্রীয়ের স্বাস্থ্য চিন্তায় ফেলতে পারে। 


সিংহ - আগামীকাল শুভ দিন। অফিসের কাজে শহরের বাইরে যেতে হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পুরানো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আপনার বাড়িতে সুখ শান্তি থাকবে। কোনও পুরানো বন্ধুর সঙ্গেও দেখা হতে পারে। আপনার কোনও কাজ যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে তার আগামীকাল শেষ হতে পারে। 


কন্যা - কর্মজীবীদের জন্য আগামীকাল বেশ ভাল যাবে। অফিসে আপনি প্রশংসিত হবেন। উপহার পেতে পারেন। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্যও আগামীকাল ভাল দিন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বড়দের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


তুলা - পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক সুবিধাও পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আগামীকাল ভাল কাটবে। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তবে সাফল্য অর্জন করতে পারেন। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন দেখতে পাবেন। শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করলে লাভ হবে। নতুন শেয়ার কিনতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ উন্নত করতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।


বৃশ্চিক - শিক্ষার্থীরা আগামীকাল সাফল্য পেতে পারেন। কর্মজীবীদের ক্ষেত্রে অফিসের সবাই আপনার কাজে খুব খুশি হবে। আপনার পদোন্নতিও হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনার জন্য আগামীকাল ভাল সময়। আপনি যদি বিদেশে কোনো ব্যবসা করেন, অথবা কোনো ধরনের আমদানি বা রপ্তানি করেন, তাহলে আগামীকাল কোনো বড় ও ভালো খবর পেতে পারেন। আপনার সন্তানদের জন্য আপনার মন খুশি হবে।


ধনু - আনন্দের দিন হবে। আপনি যদি কোনও ধরণের সামাজিক কাজ করেন তবে আগামীকাল আপনি কিছুটা সাফল্য অর্জন করতে পারেন এবং আপনার সম্মানও বৃদ্ধি পেতে পারে। যে কোনও তর্ক এড়িয়ে চলা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার ভাইবোনদের সঙ্গে বিবাদ হতে পারে। শিক্ষার্থীদের জন্য কিছুটা ঝামেলার দিন হতে পারে। 


মকর - অলস দিন কাটতে পারে। তবে কঠোর পরিশ্রম করার কথা ভাবুন, অন্যথায় পিছিয়ে পড়বেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। শেয়ারবাজারে সম্পত্তি সম্পর্কিত শেয়ার কেনা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যে উত্থান-পতন থাকবে। ভাল খবর পেতে পারেন। হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। আপনার অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। 


কুম্ভ - আপনি যে ক্ষেত্রেই যে কোনও কাজে সুসংবাদ পাবেন। খুব ব্যস্ততায় কাটবে, সেজন্য পরিবারের জন্য সময় বের করা উচিত। ঘন ঘন অতিথি আগমন ঘটতে পারে। অতিরিক্ত কাজের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। আপনার আচরণে নেতিবাচক শক্তি সঞ্চালিত হতে পারে। মাথাব্যথার সমস্যা হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিছুটা চিন্তিত হতে পারেন।


মীন - আগামীকাল আপনার স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সন্তানদের জন্য চিন্তিত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে তর্কে জড়াতে পারেন। রাজনীতিতে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে থাকলে আগামীকাল সুফল পেতে পারেন। পরিবারে দুঃসংবাদ আসতে পারে, ভেঙে পড়বেন না। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)