কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৩০ জ্যৈষ্ঠ, ১৪ জুন -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২০ মিনিট


কালবেলাদি- ৮:১৭, গতে ৯:৫৭ মধ্যে ও ১১:৩৮ গতে ১:১৮ মধ্যে


কালরাত্রি- ২:১৭, গতে ৩:৩৬ মধ্যে 


যাত্রা- শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৬:৩৮ গতে অগ্নিকোণে ঈশানেও নিষেধ, দিবা ৬:৪০ গতে যাত্রা নেই, দিবা ৯:৫৭ গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ, দিবা ১০:১৪ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৩:২৩ গতে পুনঃ যাত্রা নেই।


শুভকাজ- গাত্রহরিদ্রা, নামকরণ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


কর্মজীবনে চ্যালেঞ্জ, আর্থিক জীবনেও ভোগান্তি; ১৯ জুন থেকে সমস্যা শুরু এদের !


যখন একটি গ্রহ সূর্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটি অস্তমিত হয়ে যায়। অস্তের সময়, গ্রহটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুধ যুক্তি ও বুদ্ধির কারক। বুধের অবস্থান শক্তিশালী হলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। অন্যদিকে বুধ 'অস্ত' যাওয়ার কারণে রাশির জাতক জাতিকাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আগামী ১৯ জুন সকাল ৭টা ১৬ মিনিটে বৃষ রাশিতে অস্তমিত যাবে বুধ। বুধ অস্ত যাওয়ার কারণে ৪টি রাশির অসুবিধা বাড়তে চলেছে।


মিথুন- বুধের এই অবস্থানের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে সঠিক ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন না। কর্মজীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিদ্বন্দ্বীরা আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারেন। এই সময়টি আর্থিক দৃষ্টিকোণ থেকেও আপনার জন্য কঠিন হতে পারে। উপার্জনে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন না। আপনার সঞ্চয় করতেও সমস্যা হবে।


সিংহ- রাশির জাতক জাতিকারা বুধ অস্ত যাওয়ার কারণে অনুকূল ফল পাবেন না। ভাগ্য সহায় হবে না। এই মুহূর্তে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারবেন না। ইচ্ছা পূরণ করতে অক্ষম হবেন। কর্মজীবনে আপনাকে আরও চাপের সম্মুখীন হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন এবং কর্মকর্তাদের সামনে সম্মানের ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও, আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে, অন্যথা আপনাকে ক্ষতি সহ্য করতে হবে। 


বৃশ্চিক- বুধ 'অস্ত' যাওয়ায় আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখে পড়তে পারেন। কর্মজীবনে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। কঠোর পরিশ্রমের জন্য যথেষ্ট প্রশংসা পাবেন না। এমনকি অফিসেও আপনি আপনার সিনিয়রদের সমর্থন পাবেন না। বৃশ্চিক রাশির যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তাদের এই সময়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া বুধের বিপরীতমুখী অবস্থান আপনার আর্থিক জীবনকে প্রভাবিত করতে পারে। এই সময়ে আপনার বাজেটে ঘাটতি পড়তে পারে। যে কারণে আপনাকে অসুবিধার সম্মুখীন হবেন।


ধনু- এই রাশির জাতকদের এই সময়ে সুশৃঙ্খলভাবে কাজ না হলে ক্ষতির মুখে পড়তে হবে। ব্যবসায়ীরা এই সময়টিকে আরও চ্যালেঞ্জিং মনে করতে পারেন, তাই আপনাকে ধৈর্য্য ধরতে হবে। এই রাশির লোকেরা যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাঁদের এই সময়ের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখলে, এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। যে কারণে আপনি চিন্তিত হয়ে পড়বেন। কর্মজীবনেও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।