কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র (Astrology) । তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১ শ্রাবণ, ১৮ জুলাই -


সূর্যোদয়- সকাল ৫টা ৫ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২২ মিনিট


বারবেলাদি- ৬:৪৪, ৮:২৪ মধ্যে ও ১:২৩ গতে ৩:৩ মধ্যে


কালরাত্রি- ৭:৪৩, গতে ৯:৩ মধ্যে 


যাত্রা- শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ৯:৩ গতে পূর্বেও নিষেধ


শুভকাজ- দিবা ১০:১৯ মধ্যে পুংসবন সীমন্তোন্নয়ন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ রাশি: ব্যাঙ্কে কোনও বিনিয়োগ থেকে ভাল ফল পাবেন। ব্যাঙ্কের বিভিন্ন স্কিমগুলি থেকে ভাল লাভ মিলতে পারে। আইনি জটে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন। উন্নয়নমূলক কোনও কর্মসূচিতে যোগ দিতে পারেন। আপনার সাহস এবং শক্তির জোরে সমস্ত অসুবিধা সহজেই সমাধান করতে পারবেন।


বৃষ রাশি: পারিবারিক বিবাদ মিটে যাবে। বাইরের কারও সঙ্গে ঘরোয়া কোনও বিষয় নিয়ে আলোচনা করবেন না। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনওরকম ঝুঁকি নেবেন না। আপনার ভাবমূর্তি বরাবর ভাল থাকবে। কর্মস্থলে ভাল কোনও সুযোগ পাবেন। 


মিথুন রাশি: ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন এদিন। অনেকদিন ধরে কোনও পরিকল্পনা করে থাকলে তা ঠিকমতো কার্যকর হবে। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। কারও দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনও তথ্য পেলে তা আগে বিচার করে দেখুন। অংশীদারি ব্যবসায় লাভের সুযোগ।


কর্কট রাশি: এদিন কাউকে ধার দেওয়া এড়িয়ে চলুন। লেনদেন নিয়ে প্রতারিত হতে পারে। খরচ খুব বেশি বাড়াবেন না। বাজেট তৈরি করে কাজে নামুন। সন্তানের কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। শর্টকার্ট কোনও পথ অবলম্বন করবেন না।


সিংহ রাশি: ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবেন। ভাগ্য সহায় আপনার। চাকরির জায়গায় অবস্থান ভাল হতে পারে। আর্থিক সুবিধাও মিলবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ ভাল রাখার চেষ্টা করুন। প্রবেশিকা পরীক্ষা দিয়ে থাকলে তা ভাল হবে। 
 
কন্যা রাশি: পরিবারে কোনও বিষয় নিয়ে আনন্দ হবে। কোনও ভাল খবর পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়েও ভাল খবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যক্তিগত জীবনে আলাদা করে সময় দিন। আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ করুন। সামাজিক ক্ষেত্রে পদ ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা।  


তুলা রাশি: যে কোনও কাজের জন্য সহযোগিতা পাবেন। শীঘ্রই সাফল্য পাবেন আপনি। ব্যবসা সম্পর্কিত কোনও ভ্রমণে যেতে পারেন, আর্থিক সুবিধা পেতে পারেন। ব্য়বসায়িক পরিকল্পনা করুন। লাভ পাবেন। পরিবারের সুখশান্তি থাকবে। 


বৃশ্চিক রাশি: দিনটি ভাল যাবে। যে কোনও কাজে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই সফল হবেন। ভালভাবে দায়িত্ব পালন করুন। ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই সফল হবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আচরণের দিকে খেয়াল রাখুন।


ধনু রাশি: প্রেমে মগ্ন থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যে কোনও বিষয়ে আলোচনা করতে পারবেন। কর্মক্ষেত্রে ভাল খবর পাবেন। নিষ্ঠার সঙ্গে কাজ করুন। ভবিষ্যতের জন্য যে পরিকল্পনাগুলি করেছেন তা পূরণ করার চেষ্টা করুন। 


মকর রাশি: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে অবহেলা করবেন না। কোনও ধার করবেন না, ধার দেবেন না। প্রতারণা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাইবোনের সঙ্গে কোনও কারণে ঝগড়া হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে সমস্যা হতে পারে।


কুম্ভ রাশি: বুদ্ধিমত্তার জেরে সাফল্য পাবেন। পরিবারে আনন্দ থাকবে। নতুন কিছু শিখতে পারবেন। মনে আনন্দ থাকবে। কোনও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে তাতে সফল হবেন। আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন।


মীন রাশি: এদিনটি ভাল যাবে। আইন সংক্রান্ত বিষয়ে সমাধান হতে পারে। খ্যাতি অটুট থাকবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন।