কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৬ ফাল্গুন, ১৯ ফেব্রুয়ারি-

সূর্যোদয়- সকাল ৬টা ১৩ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩০ মিনিট

বারবেলাদি- ১০:২৭, ১:১৬

কালরাত্রি- ১:২৭, ৩:১

যাত্রা- নেই

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

শখ-আহ্লাদ পূরণে পিছপা হয় না, টাকা যেন 'নস্যি' এদের কাছে !

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মোট ১২টি রাশি রয়েছে। গ্রহ এবং নক্ষত্র এই সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করে। বিভিন্ন রাশিক জাতক-জাতিকার বিভিন্ন রকমের শখ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির কথা বলা হয়েছে যার জাতকরা জলের মতো টাকা খরচ করে। কোনও শখ-আহ্লাদ পূরণে টাকার জন্য পিছপা হয় না তারা। এরা সঞ্চয়ের কথা মোটেই ভাবে না। ভবিষ্যতে কোনও কঠিন পরিস্থিতি এলে কী হবে সে নিয়ে ভাবিত হতে মোটেও ইচ্ছুক নয়। বরঞ্চ, জীবনের প্রতি মুহূর্তে বাঁচতে ভালবাসে এরা। জেনে নিন এই রাশিগুলি সম্পর্কে।

জ্যোতিষশাস্ত্রে এমন ৫টি রাশি রয়েছে। এই রাশির জাতক জাতিকারা তাদের ইচ্ছাপূরণের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। তবে, বিলাসিতার কারণে এদের কাছে অধিকাংশ সময়ই টাকা থাকে না।

বিলাসে টাকা খরচ কোন কোন রাশির ?

মিথুন - এই রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকরা নিজেদের সুবিধার জন্য ব্যয় করতে দ্বিধা করে না। থাকা-খাওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। অন্যদের জন্যও অবাধে খরচ করে। যে কারণে অনেক সময় তাদের কাছে টাকা থাকে না।

সিংহ- সূর্য সিংহ রাশির অধিপতি। এই রাশির জাতকরা আড়ম্বরের জন্য পরিচিত। বিলাসবহুল জীবনযাপন খুব পছন্দ করে। নিজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। অনেক সময় এই অভ্যাসের কারণে এরা ঋণগ্রস্তও হয়ে পড়ে।

তুলা- শুক্র গ্রহ এর অধিপতি। এই রাশির জাতকদের অনেক দামী শখ থাকে এবং তা পূরণে পিছপা হয় না। এরা কেবল নিজের জন্য নয়, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের শখ পূরণেও অর্থ ব্যয় করে।

বৃশ্চিক - এই রাশির অধিপতি মঙ্গল। অর্থ ব্যয়ের ক্ষেত্রে এই রাশির জাতকরা এগিয়ে থাকে। টাকা খরচের কথা উঠলে, এরা মোটেও পিছপা হয় না। 

কুম্ভ- এই রাশির জাতক জাতিকাদের উপর রাশিচক্রের প্রভাব দেখা যায়। এরা সমাজে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে জলের মতো টাকা খরচ করে। এরা টাকা আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলে।

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।