কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৭ ফাল্গুন, ২ মার্চ-
সূর্যোদয়- সকাল ৬টা ৪ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩৬ মিনিট
কালবেলাদি- ২:৩৪, ৫:৩৬
কালরাত্রি- ১১:৫০, ১:২৩
যাত্রা- নেই, গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ
শুভকাজ- দেবতাপ্রতিষ্ঠা, গৃহারম্ভ, উপনয়ন, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ : আজ ভাগ্য আপনার সহায়। কঠোর পরিশ্রমের জেরে সাফল্য পাবেন। সহকর্মীরা আপনাকে সাহায্য করবেন। ছোটখাট কাজে ভ্রমণ। ভাই-বোনদের কাছ থেকে ভাল খবর পেতে পারেন।
বৃষ : পারিবারিক বিষয়ে গুরুত্ব বৃদ্ধি। ব্যক্তিগত জীবনে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। ব্যবসায় বিনিয়োগের আগে নিজের মনের কথা শুনুন।
মিথুন : মানসিক শান্তি বোধ করবেন। আয় ও ব্যয়ে সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম হবেন। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে যান। শারীরিক ক্ষতি হতে পারে।
কর্কট : কাজ এবং পারিবারিক জীবন উপভোগ করতে পারেন। অজানা ভয়ে হতাশ হতে পারেন। চিন্তিত থাকবেন। যার জেরে ঘুম বিঘ্নিত হবে। ধ্যান করুন।
সিংহ : লক্ষ্যে অবিচল থাকবেন। অফিস ও বাড়িতে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ব্যবহার করবেন। চারপাশে ভালবাসার পরিবেশ।
কন্যা : আজ কাজে ব্যস্ত থাকবেন। কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। কাজে কঠিন সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করতে পারে পরিবার।
তুলা : বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। কাজে সাফল্য পাবেন। বিদেশে কাজের জন্য ভ্রমণের পরিকল্পনা।
বৃশ্চিক : অজানা ভয় গ্রাস করবে। নেতিবাচক চিন্তা আসতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ এড়িয়ে যান।
ধনু : ভাল অনুভূতি নিয়ে দিনের শুরু। ধৈর্য্য থাকতে পারে। কাজ উপভোগ করবেন। ব্যবসায় লাভের ব্যাপারে আশাবাদী। চাকরিপ্রার্থীরা ভাল খবর পেতে পারেন।
মকর : কাজে ভাল দিন। দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারেন। প্রোমোশন পেতে পারেন। চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। কাজের জায়গায় কারও প্রেমে পড়তে পারেন।
কুম্ভ : আজ পারিবারক জীবন গুরুত্বপূর্ণ। সন্তানদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে পারেন। সন্তানদের পড়াশোনা নিয়ে কিছু ভাল খবর পেতে পারেন। সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য বাড়ি ও অফিসের জন্য কিছু সৃষ্টিশীল জিনিস কিনতে পারেন। কিছু কেনার সময় নিজের বিচারবুদ্ধি কাজে লাগান। সামরিক, ম্যানেজমেন্ট, বৈদ্যুতিন ও চিকিৎসা ক্ষেত্রের জাতকরা ভাল করবেন।
মীন : অসন্তুষ্ট থাকতে পারেন। চারপাশের লোকজন আপনাকে সহযোগিতা নাও করাতে পারেন। যত্ন সহকারে যে কোনও নথি পড়ুন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)