কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৫ জ্যৈষ্ঠ, ২০ মে -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১০ মিনিট
বারবেলাদি- ৬:৩৭, মধ্যে ১:১৩ গতে, ২:৫২ মধ্যে, ৪:৩১ গতে ও ৬:১০ মধ্যে
কালরাত্রি- ৭:৩১, মধ্যে ৩:৩৭ গতে ৪:৫৮ মধ্যে
যাত্রা- নেই, দিবা ৭:৪৩ গতে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ, অপরাহ্ন ৪:৩:১ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ৭:৩১ গতে পুনঃ যাত্রা শুভ, পূর্বে উত্তরে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ৮:৪৪ গতে মাত্র পূর্বে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ৩:৩৭ গতে পুনঃ যাত্রা নেই।
শুভকাজ- বিবাহ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- দীর্ঘদিন ধরে ভুগছেন এমন রোগ থেকে সেরে উঠবেন। কেনাকেটা করায় রাশ টানুন। আপনার সমস্যার গুরুত্ব, চারপাশের মানুষ নাও বুঝতে পারেন। প্রেমের জন্য দারুণ সময়। সঙ্গীর সঙ্গে সমস্যা বাড়তে পারে। তাতে বৈবাহিক জীবনে তার প্রভাব পড়বে। মূল্যবান সময় নষ্ট করবেন না।
বৃষ- খেলাধুল করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনুন। সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। সঙ্গীর থেকে কোনও চমক পেতে পারেন। বন্ধুদের সঙ্গে মজা করার সময় নিজের এক্তিয়ার ভুলে যাবেন না।
মিথুন- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে যোগব্যায়াম করুন। আর্থিক দিক থেকে সঠিক পরিকল্পনা প্রয়োজন। ধৈর্য্য বাড়াতে হবে। নিজের শব্দচয়ন সম্পর্কে সচেতন হোন। আপনার কথায় কেউ আঘাত পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। পরিবারের বর্ষীয়ান সদস্যের থেকে কোনও বিষয়ে পরামর্শ নিতে পারেন।
কর্কট- কাজ থেকে ছুটি নিন। বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না। ব্যবসায়ীদের অর্থ সম্পর্কে আরও বেশি সতর্ক হতে হবে। চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনার বুদ্ধিমত্তা এবং অনুপ্রেরণা করার ক্ষমতাকে কাজে লাগিয়ে বাড়ির সমস্যা মেটান। সঙ্গীর সঙ্গে অবসর সময় কাটান।
সিংহ- স্বাস্থ্যের যত্ন নিতে নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। এক্ষেত্রে জিম করতে পারেন। আর্থিক পরিস্থিতির অবস্থা ভাল নয়। আপনার কাজের জন্য পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। প্রেমের জীবনে হোঁচট খেতে পারেন। সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।
কন্যা- বিনোদনের উপর বেশি অর্থ ব্যয় করবেন না। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্খা থাকবে। অতীতে কোনও কাজ অসমাপ্ত শেষ করতে হবে আজ। সবক্ষেত্রে সঙ্গীর সাহায্য পাবেন। সহকর্মীদের মনোবল বাড়াতে পারবেন।
তুলা- ঘৃণাকে কাটিয়ে উঠতে হবে। জমি বা কোনও সম্পত্তিতে বিনিয়োগ করা বিপজ্জনক। ইতিবাচক মনোভাব বজায় থাকবে। কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন লোকজনের সঙ্গে পরিচয় হবে। বন্ধুদের সঙ্গে মজা করার সময় সীমা অতিক্রম করার বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক- ব্যস্ত সূচির মধ্যেও ক্লান্তি দূর করতে পারবেন। মা–বাবার স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়দের সাহায্য পাবেন। সন্ধেবেলা কোনও চমক পেতে পারেন। আজ অবসর সময় পাবেন। সঙ্গী প্রাণবন্ত থাকবে। নিজেকে সময় দিন।
ধনু- প্রভাবশালী এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কাজগুলি সম্পন্ন করতে পারবেন। কাজের চাপের কারণে, কখনও কখনও আপনি বিরক্ত হতে পারেন। অন্যদের সঙ্গে আপনার কাজ ভাগ করার চেষ্টা করুন।
মকর- আয়ের উৎস বাড়ানোর প্রচেষ্টাও সফল সচেতন থাকুন অন্য কেউ আপনার কিছু ক্ষতি করতে পারে। পারিবারিক বিষয়ে অন্য ব্যক্তিকে হস্তক্ষেপ করতে না দেওয়াই ভাল।
কুম্ভ- ক্লান্তি এবং চাপ থেকে মুক্তি পেতে বিশ্রাম নিন। পছন্দের কাজ করলে আজ মন খুশি থাকবে। বয়সে বড়দের সঙ্গে কথা বলার সময়, ভাষা নিয়ে সংযত থাকতে হবে।
মীন- আজ গ্রহের অবস্থান কিছুটা অনুকূল থাকবে। আটকে থাকা বা ধার করা টাকা ফেরত পাওয়ার জন্য সময়টি অনুকূল। তাই চেষ্টা চালিয়ে যান। অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের সান্নিধ্যে কিছুটা সময় কাটবে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে।