কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৮ জ্যৈষ্ঠ, ২৩ মে -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৭ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১১ মিনিট


বারবেলাদি- ৬:৩৬, গতে ৮:১৫ মধ্যে ও ১:১৩ গতে ২:৫৩ মধ্যে


কালরাত্রি- ৭:৩২, গতে ৮:৫৩ মধ্যে 


যাত্রা- নেই, রাত্রি ১১:৪২ গতে যাত্রা শুভ উত্তরে নিষেধ


শুভকাজ- দীক্ষা


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ রাশি: ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। দিনটি ভাল করে কাটান। বন্ধুদের সঙ্গে বেরোতে পারেন, তবে হাত খুলে খরচ করবেন না। কেউ কেউ ঘরের কোনও কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন। প্রেমের সম্পর্কে জোয়ার আসবে। সাফল্যের মুখ দেখতে পারেন।   


বৃষ রাশি: এদিন চিন্তামুক্ত থাকুন। মনে উদ্বেগকে জায়গা দেবেন না। আজ হাতে টাকা আসতে পারে। সন্তানদের থেকে আনন্দ পেতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে দেখা করতে যেতে পারেন। ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সঙ্গে বসে কথা বলুন। পড়ুয়ারা পড়াশোনাকে গুরুত্ব দিন।


মিথুন রাশি: প্রয়োজনে কারও পাশে দাঁড়াতে পারেন। কারও কোনও সাহায্য প্রয়োজন হলে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। পারিবারিক কোনও অনুষ্ঠানের জন্য খরচ বাড়তে পারে। কোনও পরিকল্পনা করার জন্য এটি ভাল দিন।


কর্কট রাশি: কাজের চাপে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। তাঁদের নেকনজরে পড়ার জন্য কাজের ধরনে পরিবর্তন আনুন। সামাজিক কোনও কাজে সময় দিতে পারেন। 


সিংহ রাশি: মানসিক চাপ থাকলেও স্বাস্থ্য ভাল থাকবে আপনার। কিছু কিছু জাতক বেতন নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনে টাকা ধার করতে হতে পারে। এদিন প্রচারের আলোয় আসতে পারেন। সাফল্যের স্বাদ পেতে পারেন আপনি। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন।


কন্যা রাশি: শরীরের দিকে খেয়াল রাখুন। ওজন বৃদ্ধি কমাতে মনোযোগ রাখুন। এদিন খরচে লাগাম দিন, বন্ধুদের সঙ্গে কোথাও গেলেও খরচের দিকটি খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জ আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সহজেই সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। 


তুলা রাশি: স্থাবর সম্পত্তি বিক্রির যোগ। যাঁরা তাঁদের জমির জন্য ক্রেতা খুঁজছেন তাঁরা তা পেতে পারেন। জমি বা বাড়ি বিক্রি করে ভাল পরিমাণ টাকা আসবে আপনার হাতে। পুরনো কোনও সমস্যার কারণে সঙ্গীর সঙ্গে নতুন করে ঝামেলা করবেন না।


বৃশ্চিক রাশি: আপনার উপস্থিতি অনেকেই পছন্দ করবে। ভাল কোনও বিনিয়োগের খোঁজ পেতে পারেন যা আপনাকে ভাল লাভ দেবে। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। কাজের জায়গায় প্রশংসা পাবেন।


ধনু রাশি: আত্মবিশ্বাস ফিরে পাবেন। ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করুন। ঈর্ষা থেকে দূরে থাকুন আপনি। কোনও নতুন কাজের সুযোগ আসতে পারে। যা আপনাকে রোজগারের সুযোগও করে দেবে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন।


মকর রাশি: স্বাস্থ্য ভাল থাকবে আপনার। ঘনিষ্ঠ কারও সঙ্গে ঝামেলা হতে পারে আপনার। যা আইনি ঝামেলার দিকে মোড় নিতে পারে। এই কারণে আপনার টাকা খরচও হবে। আপনার এনার্জি থাকবে এদিন। সেটি কোনও পেশাগত ক্ষেত্রে ব্যয় করতে পারবেন।


কুম্ভ রাশি: কাজ শেষ করে তাড়াতাড়ি অফিস থেকে বেরোন। নিজের জন্য অবসর সময় বের করুন। আগের ধার ফেরত না দিলে তাঁকে নতুন করে টাকা ফেরত দেবেন না। কারও প্রতি অনুরক্ত থাকলে আজ তাঁর থেকেও সমান ব্যবহার পাবেন।


মীন রাশি: পারিবারিক কোনও কারণে উদ্বেগ থাকতে পারে। ঋণ দেওয়া বা নেওয়া এড়িয়ে চলুন। নতুন কোনও বন্ধুত্ব হতে পারে আপনার। ঘনিষ্ঠ কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাহলে সম্পর্ক খারাপ হতে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় জ্ঞান মিলবে।