কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৯ মাঘ, ২৪ জানুয়ারি-

সূর্যোদয়- সকাল ৬টা ২৬ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ১৪ মিনিট

বারবেলাদি- ৭:৪৭, ৯:৮, ১:১১, ২:৩২

কালরাত্রি- ৬:৫৩, ৮:৩২ 

যাত্রা- মধ্যম উত্তরে নিষেধ, অগ্নিকোণ ঈশানেও নিষেধ

শুভকাজ- গর্ভাধান

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ : কাজ শেষ করে মানসিক শান্তি পাবেন। ধার দেওয়া অর্থ উদ্ধার করতে পারবেন। আইনি ঝামেলায় জড়াতে পারেন। প্রোমোশনের সুযোগ রয়েছে। পারিবারিক পরিবেশ খুশির থাকবে।

বৃষ : ভবিষ্যতের লক্ষ্যের দিকে নজর দিন। বাড়িতে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান হতে পারে। পরিবারে খুশির পরিবেশ। গলায় সংক্রমণের সমস্যা হতে পারে।

মিথুন : আপনার ইতিবাচক ও ভারসাম্যযুক্ত চিন্তাভাবনা সমস্যার সমাধান করবে। ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাদ শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা করুন। ভবিষ্যতের ব্যবসা পরিকল্পনা আপাতত এড়িয়ে যান। উদ্বেগের কারণে নিদ্রাহীনতার সমস্যা দেখা দিতে পারে।

কর্কট : কঠিন কাজ শেষ করে মানসিক তৃপ্তি পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। বাড়িতে কোনও সমস্যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে চাপানউতোর। যাঁরা রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাঁদের বিশেষ যত্ন নিতে হবে।

সিংহ : সন্তানের শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। পরিবারে বিশৃঙ্খলা কাটাতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম চালু করবেন। ঝগড়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে স্বামী-স্ত্রী পরিবারে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন।

কন্যা : কঠোর পরিশ্রম করে সঠিক ফল পেলে পরিতৃপ্তি পাবেন। অভিজ্ঞদের পরামর্শে আপনার ব্যক্তিত্ব বাড়বে। পরিবারের যত্ন নেওয়ার জন্য সময় বের করুন। ঠান্ডা লাগা, কাশি হওয়ার মতো মরসুমি রোগে ভুগতে পারেন। 

তুলা : নতুন জিনিস শেখার সুযোগ পাবেন। পারিবারিক দায়িত্ব ভালভাবে পালন করতে পারবেন। কোনও নতুন কাজ শুরু করার আগে, পরিবারের সদস্যদের উপদেশ নিন। ইগো আসতে দেবেন না। 

বৃশ্চিক : দিনটি নানা বিষয়ের মিশ্রণ। কোনও নতুন কাজ শুরুর পক্ষে সময়টি অনুকূল। আপনার কঠোর পরিশ্রম কাজে আসবে। মার্কেটিংয়ের কাজে আরও মনোযোগ প্রয়োজন। স্বামী-স্ত্রীর সম্পর্কে মিষ্টতা।

ধনু : জমি সংক্রান্ত বিষয় লাভজনক হতে পারে।  সন্তানের পাশে থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য সময় দেওয়া প্রয়োজন। 

মকর- অবসর সময়ের আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার জেদের কারণে বাবা-মায়ের সমস্যা বাড়বে। তাঁদের কথা মেনে চলুন। অসন্তোষের কারণ তৈরি হতে দেবেন না। সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। ভেবেচিন্তে পা ফেলুন।

কুম্ভ- শারীরিক সমস্যা এবং মানসিকভাবে চনমনে থাকতে যোগব্যায়াম করুন। ক্ষুদ্র শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা আর্থিক দিক থেকে উন্নতি করবেন। শারীরিক কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। সঙ্গীকে চমক দিতে কোনও পরিকল্পনা করতে পারেন।

মীন- আজ বিশ্রাম নেওয়া প্রয়োজন। কাছের বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। বিনিয়োগের ফলে আর্থিক নিরাপত্তা বাড়বে। কর্মক্ষেত্রে আরও বেশি মন দেওয়া প্রয়োজন। নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।