কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৮ আষাঢ়, ২৪ জুন -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৪ মিনিট


কালবেলাদি- ৬:৩৭, মধ্যে ১:২১ গতে ৩:২ মধ্যে ও ৪:৪৩ গতে ৬:২৪ মধ্যে


কালরাত্রি- ৭:৪৩, মধ্যে ৩:৩৭ গতে ৪:৫৬ মধ্যে 


যাত্রা- নেই, দিবা ৬:৩৭ গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ, দিবা ৩:২৮ গতে পশ্চিমে দক্ষিণেও নিষেধ, রাত্রি ৭:৪ গতে যাত্রা পুনঃ যাত্রা নেই


শুভকাজ- নেই


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ-  আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আঘাত লাগার আশঙ্কা। রাস্তায় বিপদ থেকে সাবধান। আজ তর্ক এড়িয়ে যান। কাজ নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে।  কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন।বাইরের সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন।


বৃষ- প্রেমের ক্ষেত্রে আজ শুভ। অস্থির বুদ্ধি সমস্যা করবে। পরিবারকে সময় দিন। শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা। বিপদে বন্ধুর সাহায্য পাবেন। শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন।  


মিথুন- নিজের শরীরের যত্ন নিন। শ্বাসকষ্টের আশঙ্কা রয়েছে। নতুন চাকরির সম্ভাবনা। বিবাদ থেকে বিরত থাকুন।শরীর নিয়ে সতর্ক থাকুন। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।


কর্কট- চাকরিতে উন্নতির সম্ভাবনা। শত্রুভয় বাড়তে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা।  কাজের চাপ বাড়বে। বাড়ি থেকে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।  দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। 


সিংহ-রাগে কাজের ক্ষতির আশঙ্কা। কর্মস্থানে সুনাম বাড়বে। আর্থিক চাপ বাড়তে পারে।  বাড়িতে অতিথি আসতে পারে।  শরীর নিয়ে সতর্ক হন। খারাপ ব্যবহার পেতে পারেন আজকে কারও কাছ থেকে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  


কন্যা- ব্যবসায় লাভের সম্ভাবনা। টাকাপয়সা চুরি হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ভাল খবর আসতে পারে। অর্থ সঞ্চয় করুন। প্রেমে বিরহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে অশান্তি বয়ে আসতে পারে। শত্রুভয় বাড়তে পারে।   


তুলা- খুব বুঝে কথা বলুন। বিবাহযোগ দেখা যাচ্ছে। কাজে উন্নতি আসবে। বড় সুযোগ আসার সম্ভাবনা।  বিপদের আশঙ্কা রয়েছে। শত্রু নিয়ে সতর্ক হন। কাজের সূত্রে বিদেশ ভ্রমণ। শরীর নিয়ে সতর্ক থাকুন। কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন।  


বৃশ্চিক- অতিরিক্ত কথায় বিবাদ। কাজে উন্নতি আসবে।আইনি সমস্যায় পড়ার আশঙ্কা।চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। ইচ্ছেপূরণ হবে আজ। ব্যবসায় সাফল্য মিলেছে। বন্ধুর বিষয়ে কাজের ব্যাঘাত ঘটতে পারে। 


ধনু-ঋণ মুকুব হতে পারে। অপ্রিয় সত্য আঘাত হানতে পারে।শেয়ারের অর্থ নষ্টের আশঙ্কা।প্রেমের জন্য বাড়িতে বিবাদ। বিনিয়োগে ভাল ফল মিলবে। সম্পত্তি নিয়ে পরিবারে অশান্তি বয়ে আসতে পারে। নতুন কাজের খবর আসতে পারে।  


মকর- প্রেমে অভিমান বাড়তে পারে।মা-বাবাকে সময় দিন। জীবনসঙ্গী খুঁজে পাবেন।ঋণের পরিমাণ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল যেতে পারে।


কুম্ভ-কাজের চাপ বাড়বে।পরিবারকে সময় দিন। বিনিয়োগের জন্য শুভ দিন। ভাল ব্যবহারের সুনাম পাবেন। শত্রু থেকে সাবধান থাকুন।বিয়ের আলোচনা হতে পারে।প্রেমে বিবাদের সম্ভাবনা। নতুন চাকরির সন্ধান আসতে পারে।  


মীন-বুঝে ব্যয় করুন। ভাল দিন কাটবে। সম্পর্কের জটিলতা কাটবে।বিদেশ ভ্রমণের সম্ভাবনা। নতুন করে প্রেমে পড়তে পারেন।অতিরিক্ত রাগে ক্ষতির আশঙ্কা। আর্থিক চাপ বাড়তে পারে।শরীরে আঘাত লাগার সম্ভাবনা। কর্মস্থানে সমস্যা তৈরি হতে পারে।