কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৯ কার্তিক, ২৭ অক্টোবর -


সূর্যোদয়- সকাল ৫টা ৪৩ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫টা ০ মিনিট


বারবেলাদি- ৮:৩২ গতে ১১:২২ মধ্যে


কালরাত্রি- ৮:১১ গতে ৯:৪৬ মধ্যে


যাত্রা - নেই


শুভকাজ- দীক্ষা


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


অফিসে প্রমোশন পেতে লক্ষ্মীবারে করুন এই প্রতিকার, না চাইতেই আসবে টাকা-


মার্চ-এপ্রিল মাস কাজের ক্ষেত্রে মূল্যায়নের মাস। সারা বছর কাজ করার পর এই মাসে মানুষ পদোন্নতি পায়, বেতন বাড়ে। কিন্তু কখনও কখনও যোগ্যতার পরেও কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে, যা আপনাকে বসের গুড বুকে নিয়ে আসবে এবং আপনাকে প্রমোশন-ইনক্রিমেন্ট দেবে।


অনেক সময় শনি দোষের কারণেও অগ্রগতিতে বাধা আসে। এর থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন সিদ্ধ চাল কাকদের খাওয়ান। এছাড়াও, ৪৩ দিনের জন্য নদীর জলে কাঠকয়লা ভাসিয়ে রাখুন। এতে কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে এবং আপনি অগ্রগতি পাবেন।                                                                             


প্রতিদিন কলা বৃহস্পতিবারে লক্ষ্মীদেবীকে দান করুন। এতে ভাগ্য শক্তিশালী হয়। এর ফলে বৃহস্পতি শুভ ফল দেবে এবং আপনার বসের সাথে সম্পর্ক উন্নত হবে। আপনার পদোন্নতি-বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 


দেবগুরু বৃহস্পতি সৌভাগ্য প্রদানকারী গ্রহ। প্রতি বৃহস্পতিবার উপবাস রাখুন। এই দিনে হলুদ কাপড় পরুন। হলুদ, বেসন দিয়ে তৈরি জিনিস খান। এছাড়াও ১০৮ বার 'ওম গুরভে নমঃ' মন্ত্রটি জপ করুন।                                                    


আপনি যদি পদোন্নতি পেতে চান, তাহলে সূর্য দেবের পূজা করুন এবং ভোগ হিসাবে খীর নিবেদন করুন। তারপর বসকে এই খির খাওয়ান। শিগগিরই মূল্যায়ন করা হবে, পদোন্নতি-ইনক্রিমেন্ট পাওয়া যাবে। 


জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ক্যারিয়ারে পদোন্নতি পেতে সূর্যের কৃপা প্রয়োজন। প্রতিদিন আদিত্য মন্ত্র পাঠ করুন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।