কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৮ পৌষ, ৩ জানুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ২৩ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টে ০০ মিনিট
বারবেলাদি- ৭:৪৩, ৯:০৩, ১:০১ ও ২:২২
কালরাত্রি- ৬:৪০, ৮:২১
যাত্রা- শুভ, উত্তরে নিষেধ, পশ্চিমেও নিষেধ
শুভকাজ- গর্ভাধান (তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে দেখে নিন আজকের রাশিফল-
- মেষ : পার্টনারের সঙ্গে আপনার দ্বন্দ্ব দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবীদের সময়টা অনুকূলে নাও যেতে পারে। কারণ, অফিস-রাজনীতি। কর্মক্ষেত্রে কোনও বাদানুবাদে জড়াবেন না। ছাত্ররা আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। দুর্বল বোধ করতে পারেন।
- বৃষ : যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন, তাঁরা আপাতত অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। ছাত্রদের মনযোগে সমস্যা হতে পারে। সরকারি কর্মীদের বদলির সম্ভাবনা রয়েছে। বেসরকারি সংস্থায় যাঁরা কাজ করছেন, তাঁরা মিথ্যা অভিযোগ থেকে সতর্ক থাকুন। যাঁদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক হন।
- মিথুন : ভালবাসার মানুষের সঙ্গে ছোটখাট ভ্রমণের সুযোগও রয়েছে। ছাত্রদের মনযোগের উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। তাঁদের কাছ থেকে প্রাপ্য সম্মান নাও পেতে পারেন।
- কর্কট : ঘরোয়াভাবে একাধিক অনুষ্ঠান হতে পারে। পছন্দের কারও সঙ্গে কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। পছন্দের সঙ্গীর খোঁজ মিলতে পারে।
- কন্যা : কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। যদিও এই সময় মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরে রাখতে হবে। ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে। এই সপ্তাহে হঠাৎ খরচ বাড়তে পারে। পরিবারে কিছু সমস্যা হতে পারে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
- তুলা : আপনার সহযোগিতার মানসিকতা থাকবে। সহজে সবকিছু মানিয়ে নিতে পারবেন। কর্মক্ষেত্রে ভাল সময়ে ইঙ্গিত। নিজের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারবেন, তার জেরে কর্মক্ষেত্রে উন্নতিও হবে।
- বৃশ্চিক : সম্পর্কে গভীরতা আরও বাড়াবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, সফল হতে গেলে তাঁদের আরও খাটতে হবে। এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, সাবধান থাকা উচিত।
- ধনু : সহকর্মী ও সিনিয়রদের কাছে সম্মান পাবেন এই সপ্তাহে। কোনও কঠিন সমস্যার সমাধান বের করে তাক লাগাতে পারেন। দীর্ঘদিন ধরে যাঁরা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, তাঁরা তা পেতে পারেন।
- মকর : কর্মক্ষেত্রে কোনওরকম গসিপে ঢুকবেন না, সেটি ক্ষতিকারক হতে পারে। একনই কোনওরকম বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত পরে ক্ষতি হতে পারে।
- কুম্ভ : লাভ হবে। সরকারি কাজে যুক্তদের দিনটা কঠিন। কর্মক্ষেত্রে মিশ্র দিন। ঊর্ধ্বতন আপনার পরিকল্পনায় সায় দিলেও, তা কার্যকরে বাধা আসতে পারে। ব্যবসায় লাভ কমবে।
- মীন : মনকে নিয়ন্ত্রণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যাঁরা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তাঁরা সতর্ক থাকুন। পরিবারে আজ কোনও সুখবর আসতে পারে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।