কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৯ জ্যৈষ্ঠ, ৩ জুন -


সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৫ মিনিট


কালবেলাদি- ৬:৩৬, মধ্যে ১:১৫ গতে ২:৫৫ মধ্যে, ৪:৩৫ গতে ৬:১৫ মধ্যে


কালরাত্রি- ৭:৩৫, মধ্যে ও ৩:৩৬ গতে ৪:৫৬ মধ্যে 


যাত্রা- নেই, দিবা ৬:৩৬ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, দিবা ৬:৪২ গতে পশ্চিমে দক্ষিণেও নিষেধ, দিবা ১০:১৮ গতে পুনঃ যাত্রা নেই


শুভকাজ- দিবা ১০:১৮ গতে দীক্ষা, বিবাহ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


চাকরি হারাতে পারেন, খরচ বাড়বে : জুনে দুর্ভাগ্য নেমে আসতে পারে কাদের ?


ট্রানজিটের দিক থেকে জুন মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করবে। জুন মাস কিছু রাশির জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ হতে চলেছে। কাউকে কাউকে এই মাসে অনেক উত্থান-পতনের সম্মুখীন হতে হবে। এই মাসে এই ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে।


মেষ- মেষ রাশির জাতকদের জন্য জুন মাসটি খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। এই মাসে উন্নতিতে বাধা আসতে পারে। যে কোনও কাজের পরিণাম ধীরে গতিতে মিলবে। এই মাসে আপনার খরচও বাড়বে। স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে এ মাসে। মাথায় যন্ত্রণা ও হজমের মতো সমস্যা হতে পারে। যাতায়াতের সময়েও সাবধান থাকতে হবে। কারণ কোনও মূল্যবান সামগ্রী চুরি হয়ে যেতে পারে।


বৃষ- জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই মাসে অর্থ উপার্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। এই মাসে আপনার ভাগ্য ভাল থাকবে না। তাই অনেক কাজ আটকে যেতে পারে। এই মাসে আপনাকে কেরিয়ারের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। যে কারণে খুব ধীর গতিতে উন্নতি হবে। খরচও বাড়তে পারে। আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন। ভাই-বোন এবং কাছের কারও সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হতে পারে।


কর্কট- জুন মাসে কর্কট রাশির জাতকদেরও কর্মজীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অবহেলার কারণে অর্থের ক্ষতি হতে পারে। শনির কারণে আপনার সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের চিন্তায় থাকতে হবে। এই মাসটা আপনার জন্য ভাল নয়। পরিবারে বিবাদ ও সমস্যা বাড়তে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কেউ কেউ এই মাসে চাকরিও খোয়াতে পারেন।


মকর-আয় কম হতে পারে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না, উপরন্তু বাড়িতে খরচ বেড়ে যেতে পারে। এমন সম্ভাবনাও আছে কোনও যাত্রার কারণে আপনার অর্থ খুইয়ে যেতে পারে। আপনাকে সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যের কারণেও খরচ বাড়তে পারে। মা বা বাবা...কারও স্বাস্থ্যের জন্যও খরচ হতে পারে।