কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৪ আষাঢ়, ৩০ জুন -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৮ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৪ মিনিট
বারবেলাদি- ৮:২০, গতে ১১:৪১ মধ্যে
কালরাত্রি- ৯:২, গতে ১০:২২ মধ্যে
যাত্রা- নেই দিবা ১:৩২ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ, সন্ধ্যা ৬:৩০ গতে নৈর্ঋতে অগ্নিকোণেও নিষেধ, রাত্রি ১০:২২ গতে মাত্র পশ্চিমে নিষেধ
শুভকাজ- বিক্রয়বাণিজ্য, পঞ্চামৃত, দেবতাগঠন, ক্রয়বাণিজ্য, বৃক্ষাদিরোপণ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ: শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে এমন কোনও খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন। সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ রয়েছে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গুরুতর সমস্যায় পড়লে পাশে কাউকে পেতে পারেন। তবে সবাই যে আপনার দিকে নজর দেবে এমনটা নাও হতে পারে।
বৃষ: আপনার আচরণ ভাল লাগবে অনেকের। অনেকেই আপনার প্রশংসা করবে। কমিশন, লভ্যাংশ বা রয়্যালটির মাধ্যমে হাতে টাকা আসবে। পড়শির সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। মেজাজ হারাবেন না। বিয়ের কথা এগোতে পারে। কর্মক্ষেত্রে পুরনো কোনও কাজের প্রশংসা মিলতে পারে এদিন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
মিথুন: দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। স্বার্থপর কারও থেকে দূরে থাকুন। নয়তো তাঁদের উপস্থিতি বিরক্তি সৃষ্টি করতে পারে। আর্থিক পরিকল্পনা শুরু করুন, সঞ্চয় করা শুরু করুন। যে কোনও সময় অর্থের প্রয়োজন দেখা দিতে পারে। বাড়ি তৈরি বা সংস্কারের কাজে হাত দিতে পারেন। সঙ্গীর জন্য দিনটি ভাল যাবে।
কর্কট: অকারণ চিন্তা করবেন না। মনকে শান্ত রাখুন, চাপমুক্ত থাকুন। খরচের উপর নজর রাখুন। আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য ছোটখাট ভ্রমণ হতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। আজ কোনও বক্তব্যের কারণে আপনি জনপ্রিয়তা পেতে পারেন।
সিংহ রাশি: খেলা, ব্যায়াম বা ধ্যানে মন দিন। মূল্যবান কিছু কিনতে পারেন, তবে যে কোনও কিছু কেনার আগে দেখে নিন কতটা প্রয়োজনীয়তা রয়েছে আপনার। কোনও আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কাজের প্রতি মনোযোগ দিলে সাফল্য এবং স্বীকৃতি আসবে।
কন্যা রাশি: মনে ঘৃণা পুষে রাখবেন না। আর্থিক বিষয়ে আলোচনা করতে এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। ব্যবসায়ে অংশীদাররা পাশে দাঁড়বেন। আটকে থাকা কাজগুলি সফলভাবে শেষ করতে পারবেন। বইয়ে মন দিতে পারেন।
তুলা: বাচ্চাদের সঙ্গে ভাল সময় কাটবে। সময় এবং টাকা দুদিকেই নজর দিন। অনায়াসে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সমস্যাগুলি আলোচনা করুন। ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
বৃশ্চিক রাশি: বকেয়া ঋণ মেটানো সম্ভব হবে। আটকে থাকা টাকা হাতে পাবেন। কোনও চিঠির কারণে পরিবারের সবই আনন্দ পাবেন। কাজের চাপ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।
ধনু: প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। অর্থের প্রবাহ নিশ্চিত হবে। লোভের পরিবর্তে ভালবাসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবুন। সম্পর্কে ইতিবাচক পরিবর্থন আসবে। উপহার পেতে পারেন।
মকর: মানসিক শান্তি লাভের জন্য দান সংক্রান্ত কাজে যোগ দিন। কাউকে আর্থিক সহযোগিতা করার আগে ভাল করে ভেবে দেখুন। কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কুম্ভ রাশি: এদিন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তার জন্য উত্তেজনা বাড়তে পারে। আর্থিক দিকে ইতিবাচক অগ্রগতি হবে। নিজের কথাবার্তা এবং বুদ্ধিমত্তার মাধ্য়মে লোকর মন জয় করবেন। আপনার সঙ্গী আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগের জন্য উৎসহ দেখাবেন।
মীন রাশি: নিজের বৃদ্ধি এবং বিকাশের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করুন। বিনিয়োগ করার আগে সবদিক ভেবে নিন। প্রিয়জনের জন্য সময় বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল কোনও কাজে যুক্ত করুন।