কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৬ আশ্বিন, ৪ অক্টোবর -
সূর্যোদয়- সকাল ৫টা ৩৩ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ২১ মিনিট
কালবেলাদি- ৮:৩০, গতে ৯:৫৮ মধ্যে ও ১১:২৭ গতে ১২:৫৫ মধ্যে
কালরাত্রি- ২:৩০, গতে ৫:১ মধ্যে
যাত্রা - শুভ উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ, দিবা ৬:১১ গতে পূর্বেও নিষেধ, দিবা ৯:৪৭ গতে মাত্র উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ১০:৪৮ গতে যাত্রা নেই।
শুভকাজ- দিবা ৮:৩০ মধ্যে হলপ্রবাহ, বীজবপন, দিবা ১১:২৭ মধ্যে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) , নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন, কুমারীনাসিকাবেধ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- চাপের মধ্যেও স্বাস্থ্য ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে অর্থের বিষয়ে আলোচনা করুন। আপনার মুখে হাসি ফোটাতে চাইবেন স্ত্রী। হটকারিতা করে ব্যবসায়ে কোনও সিদ্ধান্ত নয়।
বৃষ- মানসিক শান্তির দিকে নজর দিন। চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। দিনের শেষে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। বৈবাহিক জীবন সুখের হবে।
মিথুন- বন্ধুদের সঙ্গে সময় কাটান। সৃজনশীল কাজে মন দিন। দিনভর হাসিখুশি থাকতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ থাকলেও সামাল দিতে পারবেন। সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন।
কর্কট- কাজের চাপে বিরক্তি বাড়বে। আর্থিক অনটন বাড়বে। বন্ধুর থেকে টাকা ধার নিতে পারেন। অযথা বাক্য ব্যয় করবেন না। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। দিনের শুরুতে ক্লান্তি থাকবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সিংহ- জেদের কারণে নিজেই নিজের ক্ষতির ডেকে আনবেন। সময় নষ্ট নয়। পড়ুয়ারা আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। পারিবারিক অশান্তি বাড়তে পারে। বুঝে খরচা করুন।
কন্যা- আর্থিক সমস্যা বাড়তে পারে। কোনও প্রজেক্টের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। সহকর্মীর সঙ্গে অফিসের পর সময় কাটবে। সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিন।
তুলা- আবেগপ্রবণ এবং একগুঁয়ে প্রবণতা নিয়ে সংযত হতে শিখুন। সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলুন। কথা বলার আগে ভেবে বলুন। সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিন।
বৃশ্চিক- বিকেলে নিজের জন্য সময় বের করুন। ঋণের প্রয়োজন হতে পারে। জটিলতা বাড়তে পারে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন।
ধনু- সাফল্য আসতে পারে। অর্থ ব্যয়ের আশঙ্কা। নতুন উদ্যোগে কোনও কিছু শুরু করবেন না। স্ত্রী নিজের মতামত আপনার উপর চাপিয়ে দিতে পারেন।
মকর- অতীতের কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে পরিবারে খুশির হাওয়া। পরিবারের বর্ষীয়ান কারোর সঙ্গে সময় কাটান।
কুম্ভ- চিৎকার করলে শরীর খারাপ হতে পারে। ঋণ শোধ করতে পারবেন। পরিবারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রেমের সম্পর্ক গোপনই রাখুন। কর্মক্ষেত্রে খুশির পরিবেশ।
মীন- বন্ধু বা পরিবারের কারোর সঙ্গে ভ্রমণে যেতে পারেন। বিনোদনে অতিরিক্ত ব্যয় নয়। নতুন কিছু শুরু করার জন্য সঙ্গীর সমর্থন পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।