কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২৫ চৈত্র, ৯ এপ্রিল -


সূর্যোদয়- সকাল ৫টা ২৭ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৫১ মিনিট


বারবেলাদি- ১০:৬, গতে ১:১২ মধ্যে


কালরাত্রি- ১:৬, গতে ২:৩৩ মধ্যে 


যাত্রা- নেই


শুভকাজ- দিবা, পুণ্যাহ, হলপ্রবাহ, বীজবপন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ: পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করুন।  আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। সামাজিক অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগে মনোবল বৃদ্ধি পাবে।


বৃষ: স্বাস্থ্যের অবস্থা ভাল থাকবে। ধর্মীয় কাজে বিনিয়োগ মানসিক শান্তি ও স্থিতিশীলতা আনবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিন।


মিথুন: স্বাস্থ্যের যত্ন নিন এবং উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর্থিক লাভবান হবেন। অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে পারবেন আজ।


কর্কট: অতীতে বাস করবেন না।  সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব ফেলতে পারে আবেগ। অপ্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত খরচ করবেন না।


সিংহ: শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার সম্ভাবনা। স্ত্রীর সাথে সঙ্গে বৈবাহিক সমস্যা নিয়ে আলোচনা করুন। যৌথ উদ্যোগে কোনও কাজ করবেন না।


কন্যা: খেলাধুলো শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। মা বা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। নতুন প্রকল্প শুরু করতে হাতে নিতে পারেন।


তুলা: দীর্ঘ দিনের অসুস্থতা কাটিয়ে। খুচরো বিক্রেতা এবং পাইকারি বিক্রেতাদের জন্য শুভ দিন। কোনও সহকর্মীর সঙ্গে সময় কাটানোর সম্ভাবনা রয়েছে।


বৃশ্চিক: আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার স্ত্রীর সঙ্গে ভাল বোঝাপড়ায় বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণে যেতে পারেন।


ধনু: কাউকে টাকা ধার নেবেন না। ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সর্বদা সতর্ক থাকতে হবে।


মকর: কাঙ্খিত ফলের জন্য আপনাকে আপনার প্রচেষ্টায় মনোনিবেশ করতে হবে। সন্তানের প্রতি বিশেষ নজর দিন। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।


কুম্ভ: ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বাড়িতে অতিথি আগমন। আর্থিক পরিস্থিতির উন্নতি। আবেগ নিয়ে কাজ করলে তা আপনার জন্য লাভজনক হবে।


মীন: আপানার দয়ালু স্বভাবে খুশির বাতাবরণ থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। আত্মীয়র সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। সন্ধেবেলা কিছু প্ল্যান করুন।


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।