কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৮ ফাল্গুন, ১২ মার্চ -
সূর্যোদয় - সকাল ৫টা ৫৪ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪১ মিনিট
বারবেলাদি - ৭:২৩ গতে ৮:৫১ মধ্যে ও ১:১৬ গতে ২:৪৪ মধ্যে
কালরাত্রি - ৭:১২ গতে ৮:৪৪ মধ্যে
যাত্রা - শুভ উত্তরে নিষেধ, দিবা ৭:১ গতে পশ্চিমেও নিষেধ, দিবা ১০:৩৭ গতে মাত্র উত্তরে নিষেধ, রাত্রি ১২:২৯ গতে দক্ষিণেও নিষেধ
শুভকাজ- পুংসবন, সীমন্তোন্নয়ন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ- কর্মক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের উপর বিশ্বাস রাখুন। কোনও বিষয়ে কারও সঙ্গে আলোচনা করবেন না। তাতে সমস্যা বাড়তে পারে। ব্যবসায়ীর কোনও পরিকল্পনা বাস্তবায়িত করতে সময় নিন। তা বেশি লাভজনক। তরুণরা নেশার কবলে পড়তে পারেন। বুঝে মেলামেশা করতে হবে। শিশুসুলভ মনোভাবকে নষ্ট হতে দেবেন না। পরিবারের বর্ষীয়ান কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বৃষ- মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন। কাজের চাপ বাড়বে। তাতে মানসিক অবসাদ বাড়তে পারে। ব্যবসায়ীরা কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। নাহলে পরে আফশোস করতে হতে পারে। কেরিয়ারের বিষয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। বাকি থাকা সব কাজ শেষ হবে আজ। বৈবাহিক জীবন সুখের করতে একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। স্বাস্থ্য নিয়ে সতর্কতা প্রয়োজন।
মিথুন- আগামীকাল আরও বেশি সতর্ক থাকতে হবে। কোনও নেতিবাচক মনে আসতে পারে। তবে সত্যের মোকাবিলা করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। ব্যবসায়ীদের টাকা পয়সা লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। নাহলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কেরিয়ারে আরও বেশি মন দেওয়া প্রয়োজন। পরিবারের কোনও দায়িত্ব পালন করতে পারবেন। যদিও সেই কারণে মানসিক চাপও আসতে পারে। স্বাস্থ্যের স্বার্থে বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। সর্দি-কাশি হওয়ার আশঙ্কা রয়েছে।
কর্কট- কাজের ক্ষেত্রে নতুন দিক খুলে যেতে পারে। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বচসার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ব্যবসায়। এমনকী আর্থিক ক্ষতিও হতে পারে। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা দূর হবে। মন খুশি থাকবে। কোনও বিষয় নিয়ে সমস্যা হলে অবশ্যই স্ত্রীর পরামর্শ নিন। সমস্যা ভাগ করে নিলে মানসিক চাপও কমবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। নিয়মিত শরীরচর্চাও প্রয়োজন।
সিংহ- কাজের চাপ থাকবে দিনভর। ব্যবসায়ীদের জন্য শুভদিন। দিনের শেষে লাভের মুখ দেখতে পারবেন। তাতে মনও ভাল থাকবে। একইসঙ্গে ব্যবসায় আরও মন দেওয়ারও ইচ্ছে হবে। নিজের দক্ষতা বুঝে কেরিয়ার বেছে নিতে হবে। কোনও আত্মীয় বাড়িতে আসতে পারেন। ঘরের কাজ বাড়বে। স্বাস্থ্য খারাপ থাকলে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অবহেলা করলে মারাত্মক ক্ষতি হতে পারে। ত্বকের কোনও সমস্যা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের উপর।
কন্যা- অফিসে কাজের মধ্যেও ভাল সময় কাটবে। ব্যবসায়ীদের টাকা পয়সা লেনদেনে দেরি হতে পারে। যার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আর্থিক প্রতিকূলতাও আসতে পারে। তাতে অপমানিত হওয়ার আশঙ্কাও রয়েছে। বৈবাহিক জীবন সুখের হবে। কোনও ভাল খবর পেতে পারেন। ধর্মীয় কাজে মন দিতে পারেন। বুঝে খরচ করুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
তুলা- কর্মক্ষেত্রে কোনও দায়িত্ব পালনের জন্য সম্মানিত হবেন। ব্যবসায়ীদের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে। সবদিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়িত করার জন্য উদ্যোগও নিতে হলে। কঠিন পরিশ্রম প্রয়োজন। পরিবারে কোনও সমস্যা থাকলে তা দ্রুত সমাধান হবে। স্বাস্থ্যের অবনতি হবে।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে তাতে। ব্যবসার কাজে কাউকে নিয়োগ করলে তাঁর সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিন। আপাতত কোথাও ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। বাড়ির কাজ আগে শেষ করা প্রয়োজন। পরিবারিক কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নিন। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যোগব্যায়াম বা মর্নিং ওয়াক করা যেতে পারে। ডায়েটে স্বাস্থ্যকর খাবার যোগ করতে হবে।
ধনু- কর্মক্ষেত্রে সহকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ব্যবসায়ীদের তাঁদের কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনও বিষয়ে সমস্যা হলে তা আরও বেশি করে পড়তে হবে। ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। আপনার ব্যবহার অন্যের খারাপ লাগতে পারে। সার্বিকভাবে পরিবেশ নষ্ট হতে পারে। বাড়ির খুদে সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। বৈদ্যুতিন সামগ্রী শিশুদের থেকে দূরে রাখতে হবে।
মকর- নতুন চাকরির খোঁজার আদর্শ সময়। যোগাযোগের পথ বাড়াতে হবে আরও। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে। ধর্মীয় কাজে মন দিতে পারেন। সমাজকল্যাণমূলক কাজে অর্থদান করতে পারেন। পরিবারের বর্ষীয়ান কারোর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সেদিকে নজর দিতে হবে। রোজ সকালে আমন্ড খেতে পারেন।
কুম্ভ- কর্মক্ষেত্রে ভাল দিন কাটবে। কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতবন কর্তৃপক্ষের কথা মেনে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে খারাপ-ভাল দুই হতে পারে। যদিও খারাপ কিছু হলে দুশ্চিন্তা করার কারণ নেই। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। পরীক্ষায় ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে। অর্থের প্রয়োজনে পরিবারের সদস্যদের পাশে পাবেন। ঠান্ডা লাগার আশঙ্কা আছে
মীন- কাজের ক্ষেত্রে উন্নতি হবে। লক্ষ্য পূরণ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। লাভজনক দিন হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। নাহলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সর্দি-কাশির আশঙ্কা রয়েছে। ক্লান্তির জন্য মানসিকভাবে সমস্যা হতে পারে।