কলকাতা : বৈদিক জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে, বর্তমানে রাহু গ্রহ মেষ রাশিতে (Zodiacs) অবস্থান করছে। অন্যদিকে, মকর রাশিতে শনিদেব বিপরীত দিকে গমন করছেন। মকর রাশিতে থাকাকালীন শনির প্রভাব মেষ রাশিতে পড়ে। যে কারণে রাহু গ্রহেও শনিদেবের প্রভাব পড়েছে। শনির প্রভাবে রাহু শক্তিশালী হয়েছে। কারণ, শনিদেব ও রাহুর মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। রাহু শক্তিশালী হওয়ায় এই ৪টি রাশির উপর ইতিবাচক প্রভাব পড়বে। ফলে, তার ফলও মিলবে ভাল।
এই রাশিগুলি হবে উপকৃত-
মেষ রাশি : এই সময়ে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ভাগ্য আপনার সহায় থাকবে। সব কাজ সফল হবে। দীর্ঘদিন ধরে যেসব কাজ আটকে আছে, সেগুলো এখন শেষ হবে। ব্যবসায় লাভ হবে। যারা চাকরি করছেন তাঁরা পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাবেন।
আরও পড়ুন ; আর্থিক সঙ্কট কেটে যাবে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে শুক্রবার এই কাজগুলি করুন
বৃশ্চিক রাশি : এই সময়ে আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রচুর সম্পদ এনে দিতে পারে। ব্যবসায় নতুন অর্ডার পাওয়ার ফলে লাভবান হবেন।
তুলা রাশি : এই সময়ে তুলা রাশির জাতকদের বীরত্ব ও সাহস বৃদ্ধি পাবে। সমাজে অপ্রত্যাশিত সম্মান পাবেন। ব্যবসা ও চাকরিতে আপনার কর্মক্ষমতা বাড়বে। প্রধানত যাদের ব্যবসা শনি গ্রহের সাথে সম্পর্কিত, তাঁরা ভাল অর্থ পাবেন। দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। যাঁরা অংশীদারিত্বে কাজ করছেন, তাঁদের এই সময়ে সতর্ক থাকতে হবে।
মকর রাশি : শনি ও রাহুর প্রভাবে মকর রাশির জাতকরা এই সময়ে সম্পত্তির সুখ পেতে পারেন। যে কোনও গাড়ি কিনতে পারেন। নতুন চাকরির প্রস্তাবও আসবে। এই অফারগুলি আপনাকে সুবিধা দেবে।
প্রসঙ্গত, ভগবান শনিকে কলিযুগের 'বিচারক' বলা হয়। কিংবদন্তি অনুসারে, শনিদেব ভগবান শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন। এতে ভগবান শিব খুব খুশি হয়ে শনিদেবকে কলিযুগের 'বিচারক' উপাধি দেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)