গতকাল থেকে শুরু হয়েছে নতুন একটি সপ্তাহ। একেকটি সপ্তাহ একেকরকম। রাশি , গ্রহ, নক্ষত্রের অবস্থান অনুসারে একেকটা সপ্তাহ আমাদের একেকরকম কাটে। ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত সপ্তাহটি প্রেম, কেরিয়ার, ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে কয়েকটি রাশির জন্য দুর্দান্ত কাটতে চলেছে। 


কর্কট রাশি - নতুন সপ্তাহটি কর্কট রাশির জাতকদের জন্য দারুণ কিছু সুযোগ নিয়ে আসবে। এই সপ্তাহে,আপনার উপর দায়িত্ব দিয়ে অনেকে নিশ্চিন্ত হতে পারেন। কর্মক্ষেত্রেও আপনাকে নতুন দায়িত্ব অর্পণ করা হতে পারে। এই সপ্তাহে আপনি একটি নতুন কাজ পেতে পারেন। আর তা যাতে সফল ভাবে সম্পন্ন হয়,তার জন্য ভাগ্য আপনার সঙ্গ দেবে। কোনও পুরনো ক্ষতি পুষিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। চাইলে ছুটিও নিতে পারেন। 


সিংহ রাশি - সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। এছাড়াও,এই সপ্তাহে আয়ের নতুন উত্স তৈরি হবে। ়এই সপ্তাহে আপনার ব্যবসা প্রসারিত হতে পারে। সম্পর্কের দিক থেকে এটি আপনার পক্ষে অনুকূল হতে চলেছে। ভাইবোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রেম ও সম্প্রীতি বজায় থাকবে।


বৃশ্চিক রাশি- নতুন সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্যসদর্থক  পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব অর্পণ করা যেতে পারে। নতুন সপ্তাহে এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যার মাধ্যমে আপনি উন্নতির দিশা দেখবেন। প্রিয় মানুষের কাছে ভালবাসা প্রকাশ করতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার ধর্ম পথে থাকুন। 


মকর রাশি- নতুন সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সপ্তাহে আপনাকে পেশা এবং ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রবীণ কারও পরামর্শ নিন। বাজারে আটকে থাকা টাকা ফেরত পেয়ে যেতে পারেন।  পরিবারের সঙ্গে সময় কাটানো ভাল হবে। ব্যবসায়ী ও পাইকাররা লাভের মুখ দেখতে পারেন। 


কুম্ভ রাশি- নতুন সপ্তাহটি কুম্ভ রাশির জাতকদের জন্য বেশ ভালই কাটবে। এই সপ্তাহে কাজে শান্তি পাবেন। নিজেকে ঝামেলা থেকে বের করতে সক্ষম হবেন তবেই। সেলস বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত হলে আপনার কাজ সময়ের আগে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে।  প্রেমিকের সঙ্গে ভাল সময় কাটাবেন। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)