Stock Market Today: তৃতীয়বার ক্ষমতায় (Modi 3.0) আসার পর এবার উচ্চ মধ্য়বিত্তের কথা মাথায় রাখছে মোদি (PM Modi) নেতৃত্বাধীন NDA সরকার। আগামী দিনে এই শ্রেণির কথা ভেবে আয়করে ছাড় (Income Tax) দিতে পারে কেন্দ্র। সেই ক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেট ভাষণেই (Union Budget 2024) আসতে পারে এই সুখবর। জেনে নিন, কারা পাবেন লাভ।


কী বলছে বাজার বিশেষজ্ঞরা
মোদি 3.0-এর প্রথম বাজেট জুলাই মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশনে পেশ করা হতে পারে। দেশে খরচ নির্ধারণে আয়কর কমিয়ে সরকার কিছু শ্রেণির করদাতাদের একটি বড় ছাড় দিতে পারে। অন্তত তেমনই বলছে কিছু রিপোর্ট। অর্থনীতিবিদরাও সেই ইঙ্গিত দিচ্ছেন। 


নির্বাচনের পর সরকারের ওপর চাপ আসছে
সরকারি সূত্রের উল্লেখ করে সম্প্রতি আয়কর ছাড় সংক্রান্ত খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে টানা তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করেছে NDA।  এনডিএ মিত্রদের জন্য কেন্দ্রে নতুন সরকার গঠিত হয়েছে। লোকসভা নির্বাচনে বিরোধীরা যুবকদের মধ্যে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং আয় হ্রাসকে সবচেয়ে বড় নির্বাচনী ইস্যু করেছিল, যে কারণে এই নির্বাচনে বিজেপিকে বিশাল নির্বাচনী ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এই অবস্থায় সরকারের ওপর অনেক চাপ রয়েছে।


দেশে ক্রয়ের গতি কমেছে
ভারতীয় অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেলেও দেশে ক্রয়ের গতি কমেছে। 2023-24 আর্থিক বছরে ভারতের জিডিপি 8.2 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের যেকোনো দেশের জিডিপি হারের চেয়ে অনেক বেশি। কিন্তু কনজাম্পশন বেড়েছে মাত্র ৪ শতাংশ হারে। সরকার গঠনের দাবি করার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, তার সরকারের পুরো ফোকাস মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নতিতে থাকবে।


সূত্রের খবর, এখন পার্সোনাল ইনকাম ট্যাক্সের ওপর নজর দিয়েছে সরকার। সে কারণে দেশে খরচ বাড়াতে এবং মধ্যবিত্তের সঞ্চয় বাড়াতে সহায়তা আয়কর ছাড়ের দিকে নজর দেবেন অর্থমন্ত্রী। যদিও অর্থ মন্ত্রক এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।


যাদের আয় ১৫ লাখের বেশি, তারা ছাড় পাবেন
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব করদাতাদের বার্ষিক আয় ১৫ লাখ টাকার বেশি তাদের ট্যাক্সে ছাড় দেওয়া হতে পারে। প্রতিবেদন বলছে, 2020 সালে বাস্তবায়িত নতুন আয়কর ব্যবস্থায় পরিবর্তন করা হতে পারে। যার মধ্যে যারা বার্ষিক 15 লাখ টাকা পর্যন্ত আয় করে তাদের 5 থেকে 20 শতাংশ পর্যন্ত কর দিতে হবে। যেখানে 15 লাখ টাকার বেশি আয় করলে 30 শতাংশ হারে আয়কর দিতে হবে।


আরও পড়ুন : Best Stocks To Buy: মঙ্গলবার লাভ দিতে পারে এই তিন স্টক, আগে থেকে জেনে রাখুন নাম