কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) বলা হয়েছে, গ্রহের (Planet) প্রভাব সবার ওপরই পড়ে। যখন গ্রহের অশুভ প্রভাব পড়ে, তখন জীবনে সমস্যা বাড়তে থাকে। শুধু পুরুষই নয়, নারীদেরও গ্রহের অশুভ কারণে ভয়ানক সমস্যায় পড়তে হয়।
গ্রহ সংক্রান্ত সমস্যা এড়াতে মহিলাদের কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। এ কাজে সফল হলে গ্রহের অশুভ প্রভাব তাদের স্পর্শও করতে পারবে না। তাই ভুলেও এই ভুলগুলি করবেন না।
আরও পড়ুন ; টাকা আসছে কিন্তু রাখতে পারছেন না ? যা করবেন...
পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন না নেওয়ায় রাহুর প্রভাব পড়ে : মহিলাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা উচিত। এ বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। অনেক সময় নিয়ম উপেক্ষা করার জন্য অশুভ গ্রহ রাহু খারাপ ফল দিতে শুরু করে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনও অবহেলা করা চলবে না। রাহুর অশুভ কারণে মানসিক চাপ, ঝগড়া, রোগ এবং বাক ত্রুটির মতো সমস্যা দেখা দেয়।
রাগ ও অহঙ্কার মঙ্গলকে অশুভ করে : মঙ্গলকে একটি উগ্রগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। ক্রোধ ও অহঙ্কারের কারণে মঙ্গলের অশুভ প্রভাব বাড়তে থাকে। যে কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে। মঙ্গলের অশুভ প্রভাব স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি করতে শুরু করে। মঙ্গলের কারণে পারিবারিক জীবনে বিঘ্ন ঘটে।
অলসতা শনির অশুভতা বাড়ায় : শনিকে কর্মের দাতা বলা হলেও, শাস্ত্রে শনির গতিশীলতা খুবই ধীর বলে বর্ণনা করা হয়েছে। এই কারণেই রাশি পরিবর্তন করতে শনির সময় লাগে প্রায় আড়াই বছর। শনি নারীদের সংগ্রামী করে তোলে। কিন্তু যখন অলসতা বাড়ে, তখন শনি অশুভ হয়ে পড়ে। তাই নারীদের আলস্য পরিহার করা উচিত। শনির অশুভতার কারণে এটি রোগ, অর্থের অভাব, সন্তান সংক্রান্ত সমস্যা দিতে শুরু করে। শনিও ন্যায়ের দেবতা। তাই নারীদের উচিত অন্যায় কাজ করা থেকে বিরত থাকা। অন্যথা, ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)