কলকাতা : কখনই পূর্ব (East) বা দক্ষিণ (South) দিকে পা রেখে ঘুমানো (Sleep) উচিত নয়। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র (Astrology)। বলা হয় যে, একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতি তখনই হয় যদি সে এই দিকগুলিতে পা বাড়ায়। তাই নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা উচিত। খাওয়ার সময়, ঘুমানোর সময় বা কোনও শুভ কাজে বাইরে যাওয়ার সময় দিক-নির্দেশের যত্ন নেওয়া প্রয়োজন।


ঘুমের দিক-নির্দেশ-


দক্ষিণ দিককে যমরাজের দিক হিসাবে বিবেচনা করা হয়। সেজন্য কারও দক্ষিণ দিকে পা রেখে এবং উত্তরের দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়। এই অবস্থায় লাশ রাখা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বলা হয়েছে যে, দক্ষিণ দিকে পা রেখে ঘুমালে স্বাস্থ্য নষ্ট হতে পারে। কারণ, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে রয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ে মানুষের ওপর।


আরও পড়ুন ; এই পাঁচ জিনিসের স্বপ্ন বিপদ-সংকেত !


কোনও মানুষেরই পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয়। কারণ হিসেবে বলা হয়, পূর্ব থেকে পশ্চিমে শক্তি সঞ্চারিত হয়। শক্তির বিরুদ্ধে শোওয়া অশুভ। এই কারণে মানুষের ভেতরে সব সময় নেতিবাচক চিন্তার ছড়াছড়ি হতে থাকে। শরীরে হতাশা ও আলস্য বাড়ে। মানুষ ক্লান্ত বোধ করতে শুরু করে। তার মধ্যে উৎসাহ ও উদ্দীপনার অভাব দেখা দেয়।


হিন্দু ধর্মে একটি বিশ্বাস আছে যে, পূর্ব দিকে পা রেখে ঘুমানো সূর্য দেবতার অপমান। দক্ষিণ দিকে পা রেখে ঘুমালে মঙ্গল দোষ হয় এবং স্মৃতিশক্তি দুর্বল হয়। তবে, পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে আমাদের মনে সূর্যের প্রথম রশ্মির প্রভাব পড়ে। আমাদের মধ্যে চেতনা জাগ্রত হয়।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)