কলকাতা:  আজ ২৫ ডিসেম্বর, রবিবার। তার সঙ্গে আজ বড়দিনও। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?


মেষ- স্বাধীনতার স্বাদ পেতে পারেন। ছোটবেলার কোনও খেলায় ফের মজতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা সময় এটাই। সঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা করতে পারেন। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। চাকরি এবং আর্থিক পরিস্থিতি চিন্তা বাড়াতে পারে।


বৃষ- কোনও বিষয়ে টানাপোড়েন দেখা দিতে পারে। অন্যের ঘাড়ে দোষ চাপানোর অভ্যাস বিপদে ফেলতে পারে। সন্ধ্যের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি জরুরি। শক্তি এবং দুর্বলা নিয়ে এখনই চিন্তা করা প্রয়োজন। কেরিয়ার এবং সম্পর্ক উভয় দিকেই বিশেষ নজর দিতে হতে পারে।


মিথুন- ব্যক্তিগত জীবনে নজর দেওয়া দরকার। প্রেমের প্রস্তাব পেতে পারেন। বন্ধুস্থানীয় কোনও ব্যক্তির কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। প্রেম এবং সম্পর্ক নিয়ে সচেতন থাকা দরকার।


কর্কট- বুদ্ধিদীপ্ত মতামত প্রদানের জন্য প্রশংসিত হতে পারেন। সঙ্গীর মনের সৌন্দর্যে মুগ্ধ হতে পারেন। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিনের কোনও মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা। পরিবারের সঙ্গে সময় কাটানোয় মানসিক আনন্দ। নজর থাকবে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের দিকে।


সিংহ- মেজাজ ঠিক থাকবে। চ্যালেঞ্জিং কোনও কাজ করতে হতে পারে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। বিবাহিত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক সমস্যা চিন্তা বাড়াতে পারে।


কন্যা- অফিসে প্রশংসিত হতে পারেন। উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে কাজের মিশ্র প্রতিক্রিয়া পেতে পারেন। ব্যক্তিগত জীবনের সমস্যায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বিবাহিত জীবনে পরিস্থিতি জটিল হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।


তুলা- বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটতে পারে। কোনও বিশেষ ব্যক্তির প্রতি মন দুর্বল হতে পারে। সন্ধ্যের পর সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। অত্যধিক ব্যয়ের দিকে নজর দেওয়া দরকার। কারও কাছ থেকে ঋণ নেওয়ার আগে সাবধান থাকা দরকার। চাকরির আবেদন করতে পারেন।


বৃশ্চিক- নেতিবাচক চিন্তাভাবনা মনে প্রভাব ফেলতে পারে। অহেতুক বিবাদ থেকে বাঁচতে এগুলো এড়িয়ে যাও প্রয়োজন। একাকীত্ব অনুভব করতে পারেন। কোনও বড় দায়িত্ব নিতে হতে পারে। জটিল পরিস্থিতি কাটিয়ে শান্তি বজায়। সম্পর্ক এবং কেরিয়ারে সমস্যা তৈরি হতে পারে।


ধনু- বিতর্ক ও বিবাদ এড়িয়ে যাওয়া প্রয়োজন। মেজাজ সংযত রাখা দরকার। একা সময় কাটানোয় মানসিক শান্তি অনুভব। অত্যধিক ব্যস্ততায় ক্লান্তি দেখা দিতে পারে। কিছুটা সময় বাঁচিয়ে কাছে পিঠে কোথাও ঘুরে আসার পরিকল্পনা হতে পারে। পেশা বদলের চেষ্টায় সাফল্য আসতে পারে।


মকর- সঠিক পরিকল্পনার মাধ্যমে আর্থিক পরিস্থিতি সামাল দিতে পারেন। শিল্পীসত্ত্বা প্রশংসিত হতে পারে বিভিন্ন মহলে। নতুন কাদের শুভ যোগ রয়েছে। বাড়ি কিংবা গাড়ি কেনার পরিকল্পনা করলে, তা সফল হতে পারে। কোনও বিশেষ বন্ধুর থেকে সাবধানে থাকা দরকার। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। 


কুম্ভ- একঘেয়ে কাজের থেকে বিরতি নিতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে জটিলতা বাড়াবে। রাগ সংযত রাখা প্রয়োজন। উদ্বেগ, মানসিক স্বাস্থ্যের দিকে এখনই নজর না দিলে সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা।


মীন- ভালো শুরু আগেই হয়ে গিয়েছে, সামনেও ভালো পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের কাছ থেকে সহায়তা পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ প্রোজেক্টে কাজ করতে হতে পারে। সন্ধ্যের পর প্রিয়জনদের সঙ্গে সময় কাটতে পারে। বিবাহিত জীবনে বিশেষ নজর দেওয়া দরকার। এখনও ঋণের আবেদন না করাই শ্রেয়।