২০২৩  এর শেষ মাস চলছে। নতুন বছরের আসতে তো আর কয়েকদিনই বাকি। ২০২৪ পড়ার আগেই ঘরে মা-লক্ষ্মীর বাস নিশ্চিত করুন। লক্ষ্মী পুজো তো করবেনই। কিন্তু তার সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে সেই সব জিনিস, যা অশুভ বলে মনে করা হয়। যেমন -



  • যদি আপনার বাড়িতে কোনও ভাঙা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে, তাহলে নতুন বছর শুরুর আগেই তা ঘর থেকে সরিয়ে ফেলুন। বাস্তু মতে ঘরে বন্ধ ঘড়ি রাখা অশুভ বলে মনে করা হয়।নতুন বছরের শুভ সূচনা হওয়া উচিত। তা দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে।

  • যদি আপনার বাড়িতে টেবিল, সোফা বা চেয়ার ভেঙে গিয়ে থাকে, তাহলে সেই  ভাঙা আসবাব নতুন বছর আসার আগেই তা ঘর থেকে সরিয়ে ফেলুন। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে খারাপ আসবাবপত্র দীর্ঘদিন রাখলে দুর্ভাগ্য হয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চালন হয়। অতএব, বাড়ির আসবাবপত্র সবসময় নিখুঁত অবস্থায় থাকা উচিত। 

  • বাড়িতে যদি কোনও পুরনো ভাঙা বাসন থাকে তবে নতুন বছরের শুরুর আগে তা আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ভাঙা বাসন কখনই ঘরে রাখা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে ভাঙা পাত্র সবসময় বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসে। 

  • ভাঙা মূর্তি বা ভগবানের ছেঁড়া ছবি কখনই বাড়িতে রাখা উচিত নয়। বাড়িতে রাখা এই ধরনের মূর্তি দুর্ভাগ্যের কারণ হয়। তাই নববর্ষের আগে ঘর থেকে বের করে মন্দিরে রেখে দেবতার নতুন মূর্তি ঘরে স্থাপন করুন। 

  • আপনার ঘরের জানালা বা দরজার কাচ ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। ঘরে যে কোনো ধরনের ভাঙা কাঁচ রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচক শক্তি বাড়ায়।

  • বাড়ির বৈদ্যুতিক সুইচ বোর্ড, বাল্ব, টিউব লাইট নষ্ট হয়ে গেলে নববর্ষের আগেই বদলে ফেলুন। এই জিনিসগুলি সবসময় বাড়িতে ভাল অবস্থায় থাকা উচিত। এই জিনিসগুলি নষ্ট হওয়ার কারণে ঘরে অন্ধকার থাকে যা নেতিবাচক শক্তিও নিয়ে আসে।

  • ২০২৪ সাল আসার আগে, বাড়িতে পড়ে থাকা পুরনো বা ভাঙা জুতো এবং চপ্পল ফেলে দিন। এই জিনিসগুলো ঘরে রাখলে ঘরে দারিদ্র্য আসে। নববর্ষের আগমনের আগে ঘর থেকে এমন জিনিস সরিয়ে ফেলুন যাতে ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হয়।  


  • দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।  

  • তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি 

    আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে