২০২৫ শেষ হতে চলল  প্রায়। এখন আর বাকি এক মাস। নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাতে প্রস্তুত সকলে। অনেকেরই ভাবনা নতুন বছরে ভাগ্যে কী কী অপেক্ষা করে আছে।  তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের অনেকের মতে, বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে গ্রহ-নক্ষত্রের এমন যোগ তৈরি হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। 

Continues below advertisement

ডিসেম্বরে গ্রহদের গতিবিধি থেকে তাঁদের ধারণা, বছরের শেষে কোনও বড়  সঙ্কট আসতে পারে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে।  বছরের শেষ মাসে হঠাৎ বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।  ২০২৫ সালের শেষে কিছু অস্বাভাবিক ঘটনার যোগ দেখা যাচ্ছে।

গ্রহদের গতিবিধির সতর্কবার্তা

Continues below advertisement

জ্যোতিষাচার্য অনীশ ব্যাসের মতে, ডিসেম্বর ২০২৫-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ একসঙ্গে প্রভাবশালী অবস্থানে আসছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গুরু, বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন হবে, যার প্রভাব রাশিচক্রের উপর তো পড়বেই, সেই সঙ্গে দেশ-দুনিয়ার অর্থনীতিতেও পড়তে পারে।

ডিসেম্বর ২০২৫-এ গ্রহের পরিবর্তনের কারণে সম্ভাব্য অশুভ যোগগুলির মধ্যে চতুর্গ্রহী যোগ , ধনু রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্রের মিলনে গঠিত হবে। এছাড়াও, ডিসেম্বরেই খরমাস শুরু হবে, যার ফলে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব কমে যাবে। গুরু গ্রহের দুর্বলতার ফলে শুভ-মঙ্গলকাজে কাজগুলিতেও বাধা আসবে।

আন্তর্জাতিক স্তরে বাড়তে পারে উত্তেজনা- ২০২৫ সালের শেষ মাসে কিছু দেশের মধ্যে উত্তেজনা এবং বিবাদ বাড়ার ইঙ্গিত রয়েছে । এই সময়ে কয়েকটি দেশের মধ্যে প্রযুক্তিনিয়ে রেষারেষি বাড়তে পারে। অর্থনৈতিক যুদ্ধ হতে পারে। শক্তি ও সম্পদ নিয়ে ভূ-রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।  হাল আমলের সম্প্রতি কিছু গণনা এটাও বলছে যে, বিশ্বে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনও আসতে পারে ২০২৫ সালের শেষ নাগাদ । মন্দার ঝুঁকি বাড়বে।  এর প্রভাব ভারত সহ অনেক দেশে পড়তে পারে।

প্রকৃতিও দেখাবে ভয়ঙ্কর রূপ-  জ্যোতিষশাস্ত্রে পারদর্শীদের অনেকেই গণনা করে মনে করছেন, ২০২৫ সালের শেষে  প্রকৃতির দিক থেকেও   চ্যালেঞ্জ আসতে পারে। শীত দ্রুত বাড়তে পারে এবং জলবায়ুতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে, যা কোনও প্রাকৃতিক অস্থিরতার জন্ম দিতে পারে।

সোনা-রুপো এবং শেয়ার বাজারে অস্থিরতা- বছর ২০২৫-এর শেষ মাসে আর্থিক ক্ষেত্রে টালমাটাল আসতে পারে। এই সময়ে সোনা-রুপোর দাম এবং শেয়ার বাজারে হঠাৎ দোলাচল দেখা যেতে পারে।

অস্বীকৃতি: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে এটা জানানো জরুরি যে ABPLive.com কোনো প্রকার বিশ্বাস বা তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাসকে কাজে লাগানোর আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।