গ্রহ গোচর ২০২৪: জুলাই মাসটি রাশিচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই মাসেই মঙ্গল, শুক্র, বুধ এবং সূর্য জুলাই মাসে স্থান পরিবর্তন করতে চলেছে। জুলাই মাসটি গ্রহগত দিক থেকে গুরুত্বপূর্ণ। গ্রহের পরিবর্তন কিছু রাশির জাতকের ভাগ্য খুলে দেবে।                                                      


শুক্র ট্রানজিট- রাশিচক্র অনুযায়ী শুক্র ৭ জুলাই, ২০২৪-এ সকাল ০৪:৩৯টায় কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্রকে সৌন্দর্য, সুখ ও সম্পদের কারক বলে মনে করা হয়।


মঙ্গল ট্রানজিট ২০২৪- মঙ্গল ১২ জুলাই, ২০২৪ তারিখে ০৭:১২টায় শুক্রের রাশিচক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে সাহস এবং সাহসিকতার প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। 


সূর্য গোচর ২০২৪- গ্রহের রাজা সূর্য ১৬ জুলাই, ২০২৪ সকাল ১১:২৯টায় কর্কট রাশিতে প্রবেশ করবে। এই দিনে কর্কট সংক্রান্তি পালিত হবে। এই দিন থেকে সূর্য দক্ষিণায়নে থাকবে।


বুধ গোচর ২০২৪ - বুধের রাশিচক্র পরিবর্তন ১৯ জুলাই, ২০২৪ রাত ০৮:৪৮টায় ঘটবে। বুধ এ দিন সিংহ রাশিতে যাবে।                                                       


শুক্র ট্রানজিট ২০২৪ - জুলাই মাসে শুক্রের দ্বিতীয় ট্রানজিট ৩১ জুলাই ২০২৪ দুপুর ০২:৪০টায় ঘটবে। এই দিনে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। এখানে ইতিমধ্যে উপস্থিত বুধ, সূর্য এবং শুক্রের মিলনের কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে।


জুলাই মাসের ভাগ্যবান রাশি হল মেষ, মিথুন এবং সিংহ। তাদের বস্তুগত আরাম-আয়েশ বৃদ্ধি পাবে এবং তারা অপ্রত্যাশিত সম্পদ লাভ করবে। আয়ের নতুন উৎস পাওয়া যাবে। পরিবারে সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে।


আরও পড়ুন, এবছর রাখি বন্ধন উৎসব কবে? কোন শুভক্ষণে রাখি বাঁধলে এড়ানো যাবে বিপদ?



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে