বৈদিক জ্যোতিষ অনুসারে, ২৯ শে জুন শনির পাশাপাশি বুধ গ্রহেরও পরিবর্তন হতে চলেছে এই দিনে। দুপুর ১২.১৩ টায় বুধের কর্কট রাশিতে প্রবেশ ঘটছে। এর পরে, ১৯ জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে, ৬ টি রাশির  সৌভাগ্য ফুলে ফেঁপে উঠবে। কোন কোন রাশির জন্য এই সময়টা শুভ হতে চলেছে, চলুন জেনে নিই। 


তুলা রাশি: 
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দ্বাদশ ও নবম ঘর শাসন করছে। এখন বুধ তুলা রাশির দশম ঘরে গমন করবে। তার ফলে এই সময় প্রচুর মুনাফা অর্জন হতে পারে। 


মকর রাশি: 
মকর রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ও নবম ঘরের অধিপতি বুধ। বর্তমানে বুধ সপ্তম ঘরে গমন করছে। এই রাজশির জাতক জাতিকারা এই ফলে এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতির পাশাপাশি নতুন কাজও শুরু করতে পারেন। 


মীন রাশি: 
মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রের চতুর্থ ও সপ্তম শাসন করছে বুধ। এই ট্রানজিটের সময় বুধ পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। মীন রাশির জাতকদেক মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ব্যবসায় মুনাফা অর্জন  করতে পারবে।  এই সময়ের মধ্যে, কর্মক্ষেত্রে জাতক জাতিকাদের কর্মক্ষমতা প্রশংসিত হবে । শত্রুরা ষড়যন্ত্র করতে গেলে সমস্যায় পড়বে। 


মেষ রাশি:
এই রাশির তৃতীয় এবং ষষ্ঠ ঘর বুধ দ্বারা শাসিত। বুধ এবার এই রাশির চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে। কর্কট রাশিতে বুধের গমনের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের অনেক উপকার হতে চলেছে। এই ট্রানজিট কেরিয়ার থেকে পরিবার, সবদিক থেকেই অনুকূল পরিবেশ আনতে চলেছে। 


মিথুন রাশি 
বুধ এই গ্রহের আরোহী। বুধ এই রাশির চতুর্থ ঘরের অধিপতি। বর্তমানে বুধ এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে । মিথুন রাশির জাতক জাতিকারা তাদের বুদ্ধিমত্তা এবং চাতুর্যের জন্য সর্বাধিক লাভ করতে চলেছে। এই সময়ে প্রচুর আর্থিক লাভ হতে পারে এই রাশির জাতকদের। 


কন্যা রাশি 
বুধ গ্রহ কন্যা রাশির দশম ঘরে এখন অবস্থান করছে। এবার বুধ এই রাশির একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে। এই সময়ের মধ্যে, মানুষ প্রচুর অর্থ লাভ করতে চলেছে। এই রাশির জাতক - জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হতে চলেছে। চাকরি ক্ষেত্রর পরিবেশ এই রাশির জাতকদের সন্তুষ্ট করবে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।