কলকাতা: সময়ের ব্যবধানে প্রত্যেক গ্রহ স্থান পরিবর্তন করে, যা বিভিন্ন রাশির মানুষদের জীবনে শুভ কিংবা অশুভ প্রভাব বয়ে আনে। তারই মধ্যে কখনও কখনও গ্রহ-নক্ষত্রের মিলনে রাজযোগ তৈরি হয়। এই মাসেই মকর রাশিতে প্রবেশ করবে বুধ। তার পর এখানে উপস্থিত সূর্যের সঙ্গে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে এই গ্রহ। 


জ্যোতিষ শাস্ত্রে বুধাদিত্য যোগকে অত্যন্ত শুভ ও প্রভাবশালী মনে করা হয়। বুধাদিত্য যোগের প্রভাবে মেষ ও তুলা-সহ ৫ রাশির জাতকদের অসাধারণ লাভ হবে। এই রাশির জাতকরা রাজকীয় বিলাসিতা অনুভব করবেন। কেরিয়ারে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে এই জাতকদের জন্য। পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে। কোন কোন রাশির কপাল খুলতে চলেছে? জেনে নেওয়া যাক-


তুলা রাশি


তুলা রাশির জাতকদের জন্য এই শুভ যোগ আশীর্বাদস্বরূপ। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলার সমাধান হবে। ঘর-বাড়ি কেনার ইচ্ছা এবার পূর্ণ হবে। পুরনো বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। 


বৃষ রাশি


জীবনের সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ আসবে। চাকরিতে কাজের প্রশংসা পাবেন। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে। নিজের ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। ছাত্রছাত্রী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান যাঁরা, তাঁদের জন্য সময় অনুকূল। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারবেন। নবদম্পতিরা সন্তান সুখ লাভ করতে পারেন।


মেষ রাশি


বুধাদিত্য যোগ মেষ রাশির জাতকদের জীবনে বড়সড় সাফল্য নিয়ে আসবে। ব্যবসায় উন্নতি হবে ও আপনার সিদ্ধান্ত ও কাজ সকলের প্রশংসা অর্জন করবে। সরকারি সহযোগিতা অর্জন করবেন মেষ রাশির জাতকরা। নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সময়টি খুবই ভালো। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিতে স্থান পরিবর্তন করার চেষ্টা করলে সফল হবেন।


কন্যা রাশি


জ্যোতিষ গণনা অনুযায়ী কন্যা রাশির জাতকদের জন্য বুধাদিত্য যোগ সাফল্য নিয়ে আসছে। কোনও বড় কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে নতুন চুক্তি সাক্ষর করতে পারেন। প্রেম সম্পর্ক গভীর হবে। প্রেম বিবাহের জন্যও সময় উত্তম। আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন যে ছাত্রছাত্রীরা তাঁদের জন্যও সময় অনুকূল। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের মাধ্যমে সকলের মন জয় করবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ পাবেন। 



ধনু রাশি


ধনু রাশির জাতকরা বুধাদিত্য যোগের দ্বারা অপ্রত্যাশিত আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। পাশাপাশি বেশ কিছু দিন ধরে ধার দিয়ে থাকা টাকাও এবার ফিরে পাবেন। আকস্মিক ধনলাভের প্রবল যোগ রয়েছে এ সময়। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলার সমাধান হবে। বাকচাতুর্যের জোরে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পারবেন। তবে এই রাশির ছাত্রছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে