২৬ মার্চের দিনটি বিশেষ জ্যোতিষশাস্ত্রের নিরিখে। পঞ্চাঙ্গ অনুযায়ী বুধবার সারা দিন দ্বাদশী তিথি থাকবে। পণ্ডিত সুরেশ শ্রীমালী জী-এর মতে আজ সারা দিন ধনিষ্ঠা নক্ষত্র থাকবে। ২৬ মার্চ, বুধবার গ্রহগুলি দুর্দান্ত কিছু যোগ গঠন করছে।  এর ফলে বিশেষ লাগ করতে চলেছে কয়েকটি রাশি । পঞ্জিকা বলছে , বুধবার ভাল কাজ করার জন্য শুভ সময় সকাল ০৭:০০ থেকে ০৯:০০ পর্যন্ত। এছাড়া বিকেল ৫:১৫ থেকে ৬:১৫ পর্যন্ত সময়টা লাভজনক হতে পারে। 


আজ মীন রাশিতে বুধ ও সূর্যের যুক্তিতে বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। রবি ও বুধ কোনও এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করলে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যায়। এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনে । দৈহিক বা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।  বুধাদিত্য যোগ যে রাশিতে গঠিত হয়, সেই রাশির জাতক জাতিকার কোনও শত্রু থাকে না। উচ্চ সামাজিক মর্যাদা লাভ করেন তাঁরা।


পাশাপাশি বুধবার সিদ্ধ যোগেরও সৃষ্টি হচ্ছে। সিদ্ধ যোগকে শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়কালে সমস্ত গ্রহ শুভ অবস্থানে থাকে এবং ব্যক্তিকে সাফল্য অর্জনে সাহায্য করে। জেনে নিন আজ কোন কোন রাশির জন্য শুভ লক্ষণ রয়েছে।


শুভ যোগে এই রাশিগুলি লাভবান হবে


বৃষ রাশি (Taurus)-
সিদ্ধ যোগের সৃষ্টির ফলে ব্যবসায়ীদের ভালো লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিনটা বৃষ রাশির জাতকদের জন্য শুভ হবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।


মকর রাশি (Capricorn)-
সিদ্ধ যোগ সৃষ্টির ফলে ব্যবসায়ীদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন। মন ভাল থাকার কথা। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। 


মীন রাশি (Pisces)-
আজ সিদ্ধ যোগের সৃষ্টির ফলে ব্যবসায়ীদের লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। সাফল্যের যোগ আছে । 


সূত্র - ABP News 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।