কলকাতা : কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায়। তারা যেখানেই যায়, সুখ আসে। আপনারা এটাও শুনেছেন যে, কোনও ব্যক্তির বিয়ের পর ভাগ্যের পরিবর্তন (Luck Change) হয় বা সন্তানের জন্মের পর তার ঘর সুখ-সমৃদ্ধিতে ভরে যায়। বলা হয়ে থাকে যে, কিছু মানুষ এতটাই ভাগ্যবান যে তারা শুধু সুখী জীবনই যাপন করে না, তাদের জীবনযাপনের কারণে আশপাশের পরিবেশও থাকে মনোরম (Pleasant Atmosphere)। আসুন জেনে নিই ভাগ্যবান মেয়েদের (Lucky Girls) পরিচয় সম্পর্কে সাগর শাস্ত্র কী বলে।
ভাগ্যবান মেয়েদের বৈশিষ্ট্য-
ভাল সংকেত : সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যাদের পায়ের আঙুল চওড়া এবং গোলাকার এবং লাল, এই ধরনের মেয়েরা নিজের চেয়ে অন্যদের জন্য বেশি ভাগ্যবান।
তিল : যে মেয়েদের শরীরের ডান পাশের তুলনায় বাঁ দিকে বেশি তিল থাকে, তারা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। শ্বশুরবাড়ির ক্ষেত্রেও তারা অনেক ভাগ্যবান। তাদের পরিবারে আরাম-আয়েশের কোনও কমতি থাকে না।
আরও পড়ুন ; দীর্ঘায়ু চাইলে এখানে আয়না লাগাবেন না !
বড় কপাল : সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যে মেয়েদের কপাল খুব চওড়া, তাদের ভাগ্য ভাল থাকে। নারীর কপাল যদি তিন আঙুলের চেয়ে চওড়া হয় এবং চাঁদের মতো আকৃতির হয় তাহলে এই ধরনের মেয়েদের সুখ বাড়ে। তারা যে বাড়িতে যায় সেখানে টাকা-পয়সা ও খাবারের কোনও অভাব হয় না।
যেসব মেয়ের আঙুল লম্বা ও সুন্দর, তারা তাদের স্বামীর জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। এই ধরনের মেয়েদের স্বামী বিয়ের পর কেরিয়ারে ভাল স্থান অর্জন করে। এর পাশাপাশি চাকরি ও ব্যবসায় অগ্রগতি থাকে।
ভাগ্যবান রাশিচক্র : জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্ম নেওয়া মেয়েরা খুব ভাগ্যবান। খুব অল্প পরিশ্রমেই তারা অনেক সাফল্য পায়। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমে যে কোনও কাজে সাফল্য পায়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)